
ঠেকাতে আসিনি, দেখতেও নয়
দূর্নীতি করো ইঞ্চিতে, ইঞ্চিতে
ডোবাও দেশ, তাতে কার কি?
অপগন্ডের দল শুধু আফসোসের ঝড় তুলবে
মাথা উঠলেই নষ্টের নষ্টাঘাতে নিমজ্জিত হবে নিমজ্জিত তরনী।
শিক্ষকই ভক্ষক, জাতীর মেরুদণ্ড বাকা হয়ে আসছে ক্রমাগত
টিউব বেবি আগামীর ধারক, কনডম বিক্রি বারবে।
গোল্লায় যাবে তরুনের দল তাতে কারো মাথা ব্যাথা নেই।
জনা দশেক মিলে ধর্ষণ করো
তাতে সমাজের চোখ গোল হতে থাকবে এর চে’ বেশি কিছু নয়
জাতীয় দৈনিকের পাতা ভরবে এই যা,
টিভিতে ফেনা তোলা টক-শোতেই মিলবে সমাধান।
পর্নো ম্যাগাজিন কিংবা সেক্স ভিডিও ক্লিপের চাহিদা কি
দু’পাতা কবিতার চেয়েও বেশি?
হতে পারে কবিতা সেটা প্রকাশ্যে,
গোপনে উলঙ্গ নৃত্য দেখতে অনেকেই ভালোবাসে!
চোর কমবেশি সবাই, যেমনটা লোভী হতে হয় অভাবে-স্বভাবে
সুদ না খেলে পেট ভরবে কি, রাক্ষুসে দানো তো আমরাই
চরিত্র কিনবো দিয়ে পয়সা দু’কড়ি, নীতি বেচবো ভরি ভরি।
______________________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


