বিবেককে শিকলে বাঁধো,
তারপর একটু একটু খুঁচিয়ে খুঁচিয়ে
তোমার অন্তরাত্মাকে প্রবোধ দাও।
আমরা বেঁচে ছিলাম কিছু পাষণ্ডের সাথে...
আমাদের শ্বাসপ্রশ্বাস, অস্থিমজ্জা, নলনালীতে
ঐ পাষণ্ডেরা বারবারই ছেপে দেয়
মানুষ হওয়ার অপবাদ!
নদীতে ভেসে ওঠা লাশের ছবি তুলি,
দায়িত্বের জলে মানবতা চুবাই।
সাত আটজন মিলে কোপানো ছেলেটির ছবিও তুলি
দায়িত্ব যে আমাদের...
আমাদের দায়িত্বগুলো বড় হয়,
মানব দায়িত্বের কবর রচিয়ে।
ভরে ওঠে ফেসবুক, পত্রপত্রিকা, বাজারঘাট...
দায়িত্বের হাটবাজারে সবাই দায়িত্ববান।
বিবেককে আবারো শিকলে বাঁধো,
তারপর খুঁচিয়ে খুঁচিয়ে মেনে নাও
আমরা বেঁচে ছিলাম কিছু পাষণ্ডের সাথে।
ক্ষীণ পার্থক্যে জাতভাই ঐ পাষণ্ড আর আমরা!
বিবেককে আবারো শিকলে বাঁধো,
তারপর আয়নাটা নিয়ে একবার দেখো,
আয়নার ওপাশে রাজন...হাসছে, বলছে-
স্ট্যাটাস লেখা শেষ হলে আমাকে একটু পানি দাও!
রাজনকে পানি দেওয়ার কেউ ছিল না,
বিবেককে আবারো শিকলে বাঁধো
তারপর একটু একটু খুঁচিয়ে খুঁচিয়ে...
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




