শহরের অলিগলি পথ হেঁটে,
এখন ঘাসের বিছানায় অনেক্ষন ধরে চুপ হয়ে আছে শিশিরের জল,
সবুজ বাতাস ছুয়ে দিচ্ছে তার সিক্ত অধর,
আকাশের তারাদের আজ কোন ঘুম নেই ,
রাত্রির ঘুম ও তাই বারবার ভেঙে যাচ্ছে,
নারিকেল গাছের পাতার ফাঁকে কুয়াশাদের বিহ্বল আলোড়ন ....
দৃষ্টিকে ধরে রাখার যত আয়োজন- ঐখানে,
জানালার ঐপাশে,
যেখানে জীবনের অনন্ত কোলাহল, যেখানে শুভ্রতার অনুপম উচ্চারন,
ডাকছে তোমাকে আমাকে...
যাবি তুই ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




