
"আমি রাজাকার, আমার বাপও রাজাকার আছিল, দেখি কি করতে পারোছ তোরা?"
রাজাকারের বাচ্চা রাজাকার, বাংলার জনগণ করে দেখাল তকে
ধন্যবাদ ট্রাইব্যুনাল,এমন আনন্দের বন্যায় ভাসিয়ে দেয়ার সুযোগ করে দেয়ার জন্য।
"আমার সোনার না চ্যাটের বাঙলা- এই গানটা বাদ দিতে হবে।"
"মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার হচ্ছে না...গ্যালারিতে বসে যে হাততালি দিয়েছে তাদের বিচার নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।"
এরকম অনেক ঔধত্য,ধৃষ্টতাপূর্ণ কথা বলেছিল সাকাচৌ।
আরও বেলছিল,"ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়"। নে এবার ফাঁসির রায় চূড়ান্ত হল।
এবার বল, ফাঁসি যখন নিশ্চিত,তখন রিভিউ-টিভিউ বাদ দিয়ে ফাঁসিটাই উপভোগ করাই শ্রেয়।
রিভিউ-টিভিউয়ের আবেদন করার কি দরকার,এখন এই ধান্দা বাদ দিয়ে ফাঁসিটাই উপভোগ কর।
মানবতার জয় হল এক ঔধত্য মানুষরূপী হায়েনা,পিশাচের বিরুদ্ধে।কখনও কখনও পিশাচেরা রাজত্ব করে ফেলে মানুষের অবহেলায়,কিন্তু একসময় মানুষেরা জেগে উঠে,জয় হয় মানুষের।মানবতার জয় সবসময় অনিবার্য।
আমাদের হয়ত একটু বেশী সময়ই লেগে গেছে,প্রায় ৪৪ বছর।
সরকারকে ধন্যবাদ,আমাদের গর্বের ইতিহাসকে কলঙ্কমুক্তির দিকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য।
সব ধরনের ল্যাঞ্জা সমাজকে সাদর আমন্ত্রণ,মনের সুখে সব কিছু ডেলে মনের মাধুরী মিশিয়ে নিজেদের মতামত জানানোর জন্য।
সবাইকে কাচ্চি আর রসগোল্লা মিশ্রিত শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


