রহমত দরবার এ বাবা মোল্লা
বৃষ্টির ন্যায় রহমত পড়ে ঝড়িয়া
তাহার সাথে আছেন সহায় আল্লা
এ আশেক কাদিতে কাদিতে হায়
জিকির করে সুবাহানাল্লা সুবাহানাল্লা
হায় হায় ইয়া রব এ বাবা মোল্লা
দুই হাত আরশ পানে তুলিয়া
চাহেন পানা কহি ইয়াল্লা ইয়াল্লা
চোখের সুরমা জলে যায় মুছিয়া
জিকির করে সুবাহানাল্লা সুবাহানাল্লা
অতীব করুন দিল এ মোল্লা
সকল প্রানের লাগি চাহেন পানা
ডাকি রহমতের মালিক রহমতুল্লা
বুক ফেটে আসে সকরুন কান্না
জিকির করে সুবাহানাল্লা সুবাহানাল্লা
চাইনে তখত শাহানশাহী ইয়া আল্লা
চাইনে বেহেশত, চাইনে হুর গেলমান
পানা চায় তোমার শুধু এ মোল্লা
চাইনে সেই মদিরা সুখ অফুরান
জিকির করে সুবাহানাল্লা সুবাহানাল্লা
চাইনে মধু শরাবের নহর, ইয়া আল্লা
রহমত তোমার, আর ভালোবাসা
নি:স্বার্থ, নির্বোধ এ প্রেমিক মোল্লা
ছেড়েছি চির জীবন যৌবনের আশা
জিকির করে সুবাহানাল্লা সুবাহানাল্লা
২৮ মাঘ ১৪২৯
১১ ফেব্রুয়ারী ২৩
২.৫০ বেলা
মেহেন্দীগঞ্জ, বরিশাল
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




