ইদানীং অনভ্যস্ততা থেকে ঘুম থেকে দেরীতে ওঠা।
রাস্তায় বের হয়েই দিনটা কেমন ভিন্ন ভিন্ন লাগছে;
কেমন একটা উৎসব উৎসব আমেজ।
কিশোর-কিশোরী,
যুবক-যুবতীরা আজ ফাগুনের আগুন রঙে রাঙানো,
মাথায় কিউপিডের ফুলচক্র। ও!
আজ ১লা ফাল্গুন,
বসন্তের ১ম দিন।
সকলে আজ বসন্তের হলুদীয়া রঙে রঙীন হয়ে
প্রজাপতির মত উড়ে বেড়াচ্ছে।
তাদের হাতে রং,
আভরণে রং, মুখে রং,
মনে রং।
তোমার হাতেও রং আছে;
অনেকগুলি রং.......
কালো, লাল, সবুজ, নীল
সাথে একটা ইরেজারও আছে।
সকলে তাদের মনের রঙ রাঙানো ব্যস্ত;
তুমিও ব্যস্ত,
তবে হাতে একগুচ্ছ ফুল না,
কলম নিয়ে:
মনের খাতা রাঙাতে হবে
নিজেকে আলোকিত করতে জ্ঞানের আলোয়........
শুভেচ্ছা রইল তোমার জন্য.....
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




