: হৃদয়?
: নাই
ঘুমিয়ে গেছে, হাজার বিনীদ্র রজনী করে পার
ঘুমিয়ে পরেছে, পরিশ্রম, ক্লান্তির অবসর
ও হৃদয়!
ভালোবাসা নামক বৃষ্টির অভাবে
যতন নামক রত্নের অভাবে
সোহাগ নামক আবেগের অভাবে
গল্পের ছলে কাটানো সময়ের অভাবে
হাজার মুহূর্ত অপেক্ষায়
ভালোবাসা, যতন, সোহাগ, সময়
কিছুই আসে না, সময়ের ভেলায়
শুধু প্রতীক্ষার প্রহর দীর্ঘতর হয়
এমনি করে, সবুজ হৃদয়
ধীরে ধীরে হারায় রঙ
হাল্কা সবুজ, হতে হতে ধূসর
রঙ হারায়ে, বিবর্ণ মরুময়
প্রেম ক্ষয়ে ক্ষয়ে যায়
ভালোবাসা যায় উবে
জীবন যায় আধারে ডুবে
দিনের আলো-আধারে
শুধু রয়ে যায়, রুটিনমাফিক সংসার!
যে সংসারে, তুমি নাই
যে সংসারে, আমি নাই
যে সংসারে, ভালোবাসা নাই
সোহাগ, আদর, যতন নাই
সংসার, যেন জীবন্ত লাশ এক!
দায়িত্বের বেড়াজালে,
কর্তব্যের বাধ্যবাধকতায়
সামাজিকতা, অর্থের উপযোগিতায়
বেয়ে চলি এ সংসার, মরুর বুকে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৪ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




