২১ ফেব্রুয়ারী র অভিনন্দন জানাই সবাইকে।অনেক দিন লেখা হয়নি, লিখব কি করে ? এখন কঠিন সময় যাচ্ছে।বেশ কিছু দিন পিছানোর পর এখন আমার ভার্সিটিতে পরীক্ষা শুরু হয়েছে।কিন্তু এত দিন খোশ্ মেজাজে সময় পার করে পরীক্ষা দিতে কি যে যণ্ত্রণা হচ্ছে তা সত্যিই বহন করা যাচ্ছে না।
এক রাতে পড়ছিলাম, মাথায় ঢুকছিল না কিছুই। কি যেন মনে করে কিছু লিখতে ইচ্ছা করছিল, তাই কয়েকটা লাইন লিখলাম, পড়ে মনে হল একদম আমার অসহায় অবস্থার কথা বলছেঃ
অতি প্রিয় জানালার গ্রীল আজ জেলখানার অসহ্য গরাদ,
দেয়ালে সাঁটা লাস্যময়ীর ডাইনি দৃষ্টিতে
বারে বারে ভষ্ম আমি
সাধের বালিশ যেন কঠিন পাথর
উষ্ণতম কোমল শষ্যাকে ভুল করি উত্তপ্ত উনুন ভেবে
ছন্দের ঐকতান কে মনে হয় কামানের শেল্
সবুজ আপন ক্যাম্পাস এখন তেপান্তরের মাঠ
সহজ এবং স্বাভাবিক যাপিত জীবন নির্বাসিত।
এই অসহায় অবস্থার শেষ হবে ৯ তারিখ। কে জানে ততদিনে কি হাল হয়। ইশ্ পরীক্ষা না থাকলে কতই না মজা লাগত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




