ঝিক ঝিক ট্রেনের হুইসেল
হুশিয়ারী দিতে দিতে ছুটে চলল দিগন্তের দিকে
কুয়াশায় ঘেরা রাতের আধারে
হঠাৎই যেন হারিয়ে গেল অচিন পুরিতে ।
গ্রাফাইট কালারের একটা বাদুর
কিছু সময়ের জন্য হলেও, ঐ আকাশের তারাদের
লুকিয়ে ফেলছে ডানার আড়ালে
দুরের ঝোপ থেকে ভেসে আসছে রাত জাগা ফুলের সুবাস ।
ক্ষুধার্ত পৃথিবীর অসহায় মানুশেরা
হাজার মশার গান শুনতে শুনতে
গায়ে জড়িয়ে নিচ্ছে শত শীর্ন ছেড়া কাথাটি
ভোর এলেই আবার নামতে হবে জীবন সংগ্রামে ।
ঘুমন্ত মানুশের ঘামে ভেজা গন্ধে
চাপা পরেছে ফুলের সুবাস
ট্রেনের হুইসেল, মশার গানের সাথে পাল্লা দিতে দিতে,
পরাজয় মেনে নিচ্ছে
বাদুরটাও কখন যেন হারিয়ে গেলো
তারার আলোয় আলোকিতো রাতে
উড়ে এসে জুড়ে বসেছে লুকচুরি খেলা চাঁদ।
ক্ষুধার্ত পৃথিবীর অভুক্ত মানুশেরা
একটা দিন নয়, একটা রাতও কি পেতে পারেনা
তাদের মত করে?
স্বপ্ন দেখার রাত, স্বপ্ন বোনার রাত ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




