আমি বৃষ্টির অপেক্ষায় আছি,
যে শ্রাবনের জলধারা আমায় পাপ মুক্ত করবে।
একটানা বয়ে চলা পাপের উৎকট গন্ধ
আমার চারপাশে।
তোমার কিনে দেওয়া স্প্রেটাও বিফল হল।
অনেক দিন তোমায় খুঁজে পাচ্ছি না
আমি বৃষ্টির অপেক্ষায় আছি ।
আমার খুব ইচ্ছে ছিল,
বৃষ্টিতে ভিজে ভিজে ঠোঁটে পুরে দেব
একটা ধোঁয়াকাঠি
প্রতিবারই জলের স্পর্শ তার প্রাণ কেড়ে নেয়,
আমি বৃষ্টির অপেক্ষায় আছি ।
মাঝে মাঝে চিড়িয়াখানায় বসে থাকি
ময়ূরীর খাঁচায় থাকে নিবন্ধিত দৃষ্টি
হয়তো বৃষ্টির আভাস পেলে
পেখম মেলে ধরবে।
পাখিটিও মনে হয় বৃষ্টির অপেক্ষায় আছে।
অনেক দিন তোমায় দেখি না
আমি বৃষ্টির অপেক্ষায় আছি ।
এক অন্ধকার রাতে
আকাশে জটলা পাকায় ঘন মেঘের দল।
আলোর মিছিলে সামিল হতে
আমিও দু'কদম এগিয়ে যাই।
একটা কালো পাখিও ডানা মেলে আকাশে
সেও মনে হয় বৃষ্টির অপেক্ষায় আছে।
হঠাৎই আকাশকে আলেকিত করে
বিকট শব্দে কেঁপে ওঠে পৃথিবী।
কালো পাখিটা পরে থাকে পায়ের কাছে
শেষ বারের মত ডানা ঝাপটে ওঠে ।
আমার হাতে একটা ধোঁয়াকাঠি
আমি বৃষ্টির অপেক্ষায় আছি ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




