আমরা তো সব সময়ই খাই। ভালো হোক মন্দ হোক, তবু খাই। কিন্তুু ওরা তো তা পায়না। আমরা কি পারিনা ওদেরকেও একটু আনন্দের ভাগ দিতে?
সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাফেটোরিয়ায় গিয়েছিলাম রাবি প্রেসকাব আয়োজিত এক ইফতার পার্টিতে। রাজশাহীর নবীন প্রবীন অনেক সাংবাদিকই ছিলেন সেখানে। আরো ছিলেন ভিসি ও প্রোভিসি মহোদয়। যাহোক ইফতারি শুরু হলো। সবাই তড়িঘরি করে প্যাকেট খুলে শুরু করলো খাওয়া। এবই মধ্যে হঠাৎ অনাহুতের মতো কয়েকটা বাচ্চা ছেলে ঢুকে পড়লো- 'ভাই, একটু দিবেন'
...না, তাদেরকে কেউ কোন খাবার দিলনা।
দিল প্রায় কুকুর বিড়াল তাড়ানোর মতো ঝারি!
মনটা খুব খারাপ হয়ে গেল।
জানি না আরো কতো দিন এভাবে মনটা খারাপ হবে।
রাজশাহী থেকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



