Great Expectations দেখার পর কেন জানি একটা review লিখতে ইচ্ছে হল।আমি মোটেও উঁচুদরের কোন দর্শক বা সমালোচক নই।খুব নিম্নমানের হিন্দি মুভিও আমি গোগ্রাসে গিলি।So যারা মুভি রিভিউ দেখে ভয় পাচ্ছেন,ভাবছেন এক প্রস্থ আঁতলামি ঝাড়ব,তারা নির্ভয়ে আমার লেখা পড়তে পারেন।আমি খুব সাধারন একজন viewer।
প্রথমেই বলে নিই,মুভিটি চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস Great Expectations এর ফিল্মি রূপ।এ উপন্যাস অবলম্বনে আরো শ খানেক না হলেও অর্ধশত'র মত চলচ্চিত্র ও TV series নির্মিত হয়েছে।এর মাঝে সবচেয়ে recent attempt হচ্ছে আমার দেখা মুভিটি।এটি ১৯৯৮ সালে নির্মিত।উইকি ঘেটে দেখলাম,১৯৮৯ সালেই এই কাহিনী নিয়ে নির্মিত মুভিতে নায়ক চরিত্রে রূপদান করেছেন এন্থনি হপকিন্স।
এবার গল্পের ভেতরে ঢোকা যাক।পুরো গল্প বলে ফেলাটা মনে হয় ঠিক হবে না।তা হলে সিনেমা দেখার মজাটাই অর্ধেক মাটি হয়ে যাবে।তার চেয়ে আমি প্লট টা হাল্কা পাতলা বলি।গল্পটা এক তরুন artist এর।সে তার শৈশব থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো-এক পলাতক অপরাধীর সাথে তার পরিচয়,তার প্রেম,তার নিউইয়র্কে আসার কাহিনী,তার সাফল্যের কাহিনী-গল্পের মত করে আমাদের বলে যেতে থাকে।আমরা মুগ্ধ হই তার গল্প শুনে।আমরা কষ্ট পাই তার কষ্ট দেখে।হয়ত বা নীরবে অশ্রু ফেলি তার চোখে অশ্রু দেখে।
আমি বলব না,এটি একটি masterpiece বা হ্দয়ে খুব দাগ কেটে যাবার মত কোন মুভি।মুভিটি আমার ভাল লেগেছে...এই যা।কিছু কারন দেখাচ্ছি।
যে অপরাধী (Robert Di Nero)র সাথে ছেলেটির ছোটবেলায় পরিচয় হয়,অনেক অনেক দিন পর,যখন কিনা সে তার সাফল্যের শীর্ষে,অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেই লোকটার সাথে তার আবার দেখা হয়।লোকটার কাছে ছেলেটার সেই হারিয়ে যাওয়া ডায়রিটা ছিল,যেখানে সে এঁকে রেখেছিল তার ছোটবেলাকার সমস্ত ছবি।লোকটা যেন জানতই,ছেলেটি একদিন বড় artist হবে।বাকিটা...মুভিতেই দেখে নেবেন।
মুভিটিতে যে প্রেমের উপাখ্যানটি দেখানো হয়েছে,তাতে অসাধারনত্ব বলতে কিছু নেই।কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে দেখবেন,আমাদের বাস্তব জীবনের যে প্রেমকাহিনীগুলো,তার কোনটিই কিন্তু খুব অসাধারন কিছু না।রোমান্টিক মুভি বলতে আমরা যা বুঝি,তার কোনটিতেই কি বাস্তবতাকে সেভাবে স্বীকার করা হয়?হয় না।এ প্রসঙ্গে নটিং হিল এর কথা মনে পড়ে গেল।আমার খুব প্রিয় একটা মুভি এটা।কিন্তু এর শেষটা কতটুকু বাস্তব?এই মুভিতে এমন কিছু ঘটে নি।যা সত্য,যা বাস্তব তাকেই এখানে তুলে ধরা হয়েছে।
দুটো কথা বলে শেষ করব।মুভিটিতে যখন নায়ক ন্যুড নায়িকাকে তুলির আঁচরে ফুটিয়ে তোলার চেষ্টা করছিল,আমার তখন ইমরান হাশমির কথা মনে পরে যাচ্ছিল।ওর Tum Mile মুভিটিতে মোটামুটি এরকম একটা সিক্যুয়েন্স আছে।
Last of all,নায়িকার শৈশবকে রূপদানের জন্য যাকে নেয়া হয়েছে(যে এখন আমার বয়সী ই হবে) তাকে আমার ব্যাপক পছন্দ হয়েছে।আপনাদের ও পছন্দ হবে বৈকি(আপনি যদি gay না হন).
Anywa,njoy da movie.have fun
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




