ইদানীং আমাদের বন্ধু মহলে চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে মোটামুটি ঝড় বয়ে যাচ্ছে।এক একটা খেলা হয় আর তার আগেপরে দেখি Facebook এ এ নিয়ে একের পর এক স্ট্যাটাস আসছে।হুড়মুড় করে কমেন্ট পড়ছে ওই সব স্ট্যাটাসে ।এক এক জন সব বিশেষজ্ঞ মতামত দিচ্ছে।এক জন আরেকজনকে বলছে,তুমি শালা খেলার বালটা বুঝো।সেও তার প্রতিপক্ষ বন্ধুকে ছেড়ে কথা কইছে না।তুলোধুনো করছে একজন আরেকজনকে।মাঝখানে কেউ হয়ত নিরপেক্ষ মতামত দেবার চেষ্টা করছে।তার কথায় পাত্তাই দিচ্ছে না কেউ।মোটকথা,পুরো ব্যাপারটাই দারুন লাগছে আমার কাছে।দারুন এবং সাংঘাতিক।
এই কদিন এ যা বুঝলাম,তাতে ক্লাব ফুটবল নিয়ে আমার নিজের মধ্যেই দু ধরনের মতবাদ তৈরি হয়েছে।
এক,বাংলাদেশে ম্যান ইউ'র একটা বড় সমর্থকগোষ্ঠী আছে(আমি নিজেও ওই দলে পড়ি কিনা
দুই,এটা আমার মতামত নয়।আমার এক বন্ধুবিশেষের মতামত।তার মতে দেশের ৯০% ফুটবলামোদী এখন বার্সার সাপোর্টার।কারন আর কিছুই নয়।তাদের ছোট ছোট পাসের সুন্দর ফুটবল আর মেসি ম্যাজিক তো আছেই।কেউ যদি বলে,এই মুহূর্তে এই গ্রহের সুন্দরতম ফুটবল খেলে এই ক্লাবটি,নিশ্চয়ই বাড়িয়ে বলা হবে না।স্বভাবতই এসে যায় তাদের কথা যারা বার্সা যাদের দুই চোখের বিষ।তাদের মতে,বার্সা ভাল টিম।কিন্তু বার্সা কে নিয়ে বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি হচ্ছে।এতোটা পূজনীয় টিম বার্সা নয়।
বাকি থাকে চেলসি,আর্সেনাল,লিভারপুল(এরা সবাই মোটামুটি এ্যান্টি ম্যান ইউ গোত্রে পড়ে),রিয়েল মাদ্রিদ(এরা অতি অবশ্যই এ্যান্টি বার্সা ক্যাটাগরীতে পড়ে),বায়ার্ন(এই টিমটার খেলা আমার খুব ভাল লাগে।তাদের পাওয়ার ফুটবল সত্যিই দেখার মত) আর কিছু হাবিজাবি টিম এর সাপোর্টার।
সে যাই হোক,ম্যান ইউ বা বার্সা কেউ ই চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে উঠতে পারে নি
আপনাদের কার কোন দল পছন্দ?
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




