সামহোয়্যার এর কাছে আমার ঋণ অনেক।অনেক কিছু শিখেছি এর কাছ থেকে।অনেক বিষয়েই বহুদিন ধরে confusion ছিল।সামুর লেখা পরে তার একটা বড় অংশ কেটে গেছে।কোন বিষয়ে হয়তো একদম ই আগ্রহ ছিলো না।সামুর লেখা পরে ঐ বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে।অদ্ভূত একটা চীজ এই সামু।ম্যাটারিয়াল দুনিয়ায় যার হয়তো কোন দাম এ নেই,অথচ সেই কিনা আমাকে একের একের পর এক জ্ঞানের দ্বার খুলে দিচ্ছে।
কথা না বাড়িয়ে একে একে সামুর কাছে আমার যে ধার-দেনাগুলো আছে তা একে একে স্বীকার করিঃ
#ছোটবেলা থেকেই একটা কথা বেশ শুনে আসছি-শেখ কামাল নাকি "কোন এক মেজর" এর বৌকে উঠিয়ে নিয়েছিলেন।একটু বড় হয়ে জানলাম-ঐ মেজর সাহেব আর কেউ নন,বঙ্গবন্ধুর খুনী মেজর ডালিম।ডালিম সাহেব নাকি ঐ অপমানের প্রতিশোধ নিতে গিয়েই বঙ্গবন্ধু হত্যাকান্ডে অংশ নেন।এ ব্যাপারে আমার মনে কখনো কোন প্রশ্ন উদয় হয় নি।শেখ কামাল এর character যে খুব ভাল ছিল একথা ও আমি কাউকে বলতে শুনি নি।So,লোককথাকেই আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিয়েছিলাম।খটকা টা তৈরি হয় ব্লগে একটা লেখা পড়ে।ওই লেখায় ডালিম এর নিজের লেখা বই এর লিঙ্কটা দেয়া ছিল।ওখান থেকেই জানতে পারি,ঘটনাটা কতটা মিথ্যা ও বানোয়াট।মানুষ এর মুখে মুখে আকটা ঘটনা কোথা থেকে কোথা যায়,এই লোককথা তার প্রমান।
#ব্লগে আরেকটা লেখা থেকে জানতে পারলাম,বঙ্গবন্ধু নাকি ৭ মার্চের ভাষণের শেষে "জয় বাংলা"র পাশাপাশি "জীয়ে পাকিস্তান" ও বলেছিলেন।এ ব্যাপার এ কোন নির্ভরযোগ্য link বা সূত্র পাইনি আমি।কেউ এ ব্যাপারে কিছু তথ্যপ্রমাণ দিলে অবশ্যই বাধিত হব।anyway,তথ্যটা দারুন ইন্টারেস্টিং।
#৯০'র ফুটবল বিশ্বকাপ নিয়ে এতোদিন একটা বদ্ধমূল ধারনা ছিল আমার।ধারনাটা তৈরি হয়েছে মামা দের মুখে সেই সময়কার বিশ্বকাপনামা শুনে।ব্যাপারটা এরকম,ফাইনাল ম্যাচে রেফারী ঘুষ খেয়ে জার্মানীকে জিতিয়ে দিয়েছিলো।জেতার কথা ছিলো আর্জেন্টিনার।পুরো ম্যাচ তো আর আমি দেখি নি।So বলতে পারব না,রেফারী ঘুষ খেয়েছিলো কি খায় নি।ইউটিউব এর ভিডিও দেখে যা বুঝলাম,পেনাল্টিটা দেয়া ঠিক ই আছে।আমার মামারা হুদাই লাফালাফি করতো।মামা দের মধ্যে আর্জেন্টিনাপ্রীতি মনে হয় একটু বেশী ই প্রবল।বলা বাহুল্য,ভিডিওর লিঙ্কটা কোন এক পোস্ট থেকেই পাওয়া।
#আরেকটা বিষয় নিয়ে না লিখলেই নয়।সেটা হচ্ছে ব্লগের মুভি পাগলদের কথা।তাদের কল্যাণে আমি এতো এতো ভাল মুভির নাম আর লিঙ্ক জানতে পেরেছি,যে কেবল এ নিয়েই একটা পূর্ণাঙ্গ পোস্ট দেয়া যায়।এইতো,কদিন আগেই একটা লেখা পড়লাম।তাতে কোর্টরুম ড্রামা নিয়ে যত ভাল ভাল মুভি নির্নিত হয়েছে তার একটা চমৎকার লিস্ট দেয়া আছে।ওটা পড়ার পর আমি একে একে নামিয়ে ফেললাম 12 Angry men,A few Good men,Witness For Prosecution.এই মুহূর্তে নামাচ্ছি Judgment At Nuremberg.অদ্ভূত এবং অসাধারন সব মুভি।আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,সারাদিন গুগল সার্চ দিয়েও অথবা IMDB'র গুষ্টি উদ্ধার করেও আমি এই মুভিগুলার নাম জানতে পারতাম না।
Thanx Samu,Thanx a lot

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




