Valkyrie-অদ্ভূত,অসাধারণ ও আরো কিছু।আপাতত মুভিটির ব্যাপারে এর বেশী কিছু বলছি না।পরে একসময় মুভিটির একটি রিভিউ লেখার ইচ্ছা আছে।
মুভিটি দেখার পর মনের মাঝে কিছু প্রশ্ন জেগে উঠলো।সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করবো।যারা মুভিটি দেখেছেন তারা নিশ্চয়ই ধরতে পারবেন এই প্রশ্নগুলি জন্মের ইতিহাস কী?
#মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর মধ্যে এমন কেউ কি ছিলো না যে এই যুদ্ধাপরাধের বিরোধিতা করেছে?গোপনে বা প্রকাশ্যে?ইয়াহিয়া খানের বিরুদ্ধে কোন সামরিক ক্যু এর চেষ্টা কি হয় নি ঐ সময়?কিংবা পশ্চিম পাকিস্তানের কোন রাজনৈতিক নেতা কি এর বিরোধিতা করেন নি?বলে রাখা ভাল,আমি কিন্তু পাকি সুশীল সমাজের ব্যাপারে কিছু জানতে চাইছি না।আমার আগ্রহ সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাদের নিয়ে।
#বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যা করা হয়।এটাই কি বঙ্গবন্ধুর উপর ফার্স্ট attempt ছিলো?আমার কেনো জানি বিশ্বাস হতে চায় না।আমার ধারণা এর আগেও তার উপর attempt হয়েছে।এটা স্রেফ আমার ধারণা।কারো কাছে কি এ বিষয়ের উপর লিখিত কোন নির্ভরযোগ্য বই/ভিডিও'র লিঙ্ক আছে?(ইউটিউব এ মেজর ডালিম আর কর্ণেল ফারুক এর যে ভিডিও আছে,সেগুলো বাদে)
#একটি হালকা অফ টপিক জিজ্ঞাসা।মুক্তিযুদ্ধের সময় এমন কি কোন ঘটনা ঘটেছে যেখানে কোন পাকি সৈন্য পরে মুক্তিযুদ্ধের সপক্ষে যুদ্ধ করেছে?জিজ্ঞাসাটা হয়তো খুব অবাস্তব কিছু।ইংলিশ মুভিতে এরকম জিনিস দেখতে দেখতে পোকাটা মাথায় ঢুকলো।
কেউ যদি আমাকে কোন তথ্য বা তথ্যসূত্র দিতে পারেন তো খুব উপক্ত হই।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




