৯৭৭/=
শিরোনামটা কি দেব এটা নিয়ে একটু চিন্তায়ই ছিলাম। এখন আর নাই,বলে তো দিয়েছি!
ব্যাপক বিলবোর্ড টিভিসি আর আলো আসার ইশতেহার মার্কা প্রতিশ্রুতি দেখে কিনলাম জিপি মোডেম,কেনার সময়ই সেলসগার্ল অনেক গাইগুই করল ইন্টারনেট সিম নামক নতুন চিড়িয়া কেনার জন্য।আমি বলি, লাভ কি বাড়িভরা সিম।প্রথম কয়েক মাস সার্ভিস ও ভালো,আমিও খুশি যাক্ ৯৭৭ বিডিটি ২৫ কিলোবাইট স্পিড। অগাষ্ট মাস শেষ শেষ, পি২ এর মেয়াদপূর্তি হল। ব্যস্ত ছিলাম কিছুটা,তাই রিচার্জ করতে দেরী হল দুই দিন। রিচার্জ করে দেখি আর হয় না, কাস্টমার কেয়ারের বালিকা বলে, আনলিমিটেড ইন্টারনেট আর প্রি-পেইডে নেই,কেন আমরা তো এসএমএস দিয়েছি, আপনি কন্টিনিউ করেন নাই,তবে ইচছা করলে ৩গিগা অথবা ১ গিগা র অফারে যেতে পারেন।আমি তো স্তম্ভিত,এসএমএস কখন দিল!যাই হোক ৩৭৫ টাকায় ১গিগা নিলাম। ভাই সত্যি ৭ দিন চালিয়েছি,অ্যাকাউন্টে যে বাকি ৬২৫ টাকা ছিলো তাও কাটছে পি১ রেটে!
আমার কথা হল, পি২ মেয়াদপূর্তি হলে ব্যালান্স থাকলে পি২ অটো-রিঅ্যাকটিভেট হয়, কিনতু, পি৬(১গিগা অফার) তাও জানার কোন উপায় নাই কত ইউজ হল!আপন মনে পি১ বানিয়ে নিয়েছে। আরে পি১ নিব না বলেই তো এত এসএমএস দিয়ে অন্য অফারগুলো নেই।আবার, দিলাম হটলাইনে ফোন, বালক বলে আপনি আবার ১০০০/= রাখুন আমাদের অনুরোধ জানান, হ্য়ত হতে পারে।আমি বললাম, একটু পরিষ্কার করে বলেন আনলিমিটেড পেতে কি করব,আবার কি পোস্ট-পেইড!
এবার পেলাম তার বিগলিত হাসি, সেই নতুন চিড়িয়া!!
দাম ৯০০ মাত্র!!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





