।অসময়ে কবিতাও যেমন অর্থহীন হয়ে যায় , সুষমাসমৃদ্ধ , খরস্রোতা বাঙময় কথালিপি হয়ে পড়ে গোত্তা খাওয়া ঘুড়ির মত , মানুষের আবেগের ভাষা আর প্রকাশ মাধ্যম হয়ে ওঠে কাম আর ক্রোধ , কখোনো সখোনো বা অশ্রু , চারিদিকে যখন শুনি গুটিকয়েক অট্টহাস্যের ভয়ে কম্পিত লাখো মানুষের নিঃশব্দ আর্তচিতকার , যখন চোখের সামনে সময়কে থমকে দাড়াতে দেখি আবার তখনি কারও বা সময় ছুটে চলে সময়ের চেয়েও অনেক দ্রুত , যখন সেদিনের সেই ছোট্ট সকাল মনে পড়ে - সকালের জন্য নয় , তোমার জন্য নয় , সেদিনের জন্য নয় , আমার জন্য , যখন মানুষের অশ্রু কিনতে হয় ” টিয়ার সেল ” বা ” বুলেট ” এর বিনিময়ে , যখন পরাজিত মানুষও মারা যেতে ভয় পায় , মরণকে ভয় পেয়ে নয় , যখন আমার মত স্বপ্নবাজ মানুষেরাও স্বপ্ন দেখতে ভুলে যায় - শুধু একটু ঘুমাবে বলে ! অসময়, বড্ড অসময় !!
ভাঙা পাথরে ভর করে অচেনা আঁধার , ভোরের সূর্যেই নামতে দেখি সন্ধ্যা ; দুপুরের তপ্ত দাবদাহ উত্তপ্ত গোধুলির মত লাগে । কারার কপাটে সেই আদিম বুনো চিতকার ! হঠাত জ্বলে ওঠা আলোর ঝলকানি মিলিয়ে যায় জমাট বাধা নিকষ অন্ধকারে ; শতবর্ষী বটের নির্জীব ঝুড়ি ছোবল মারতে চায় গোখরোর মত ফণা তুলে ! সাঁঝের আঁধারে শুনতে পাই মধ্যরাতের ঘন্টাধ্বনি , অন্ধকার সকালে ঘুম ভাঙ্গে কাকের কর্কশ গানে আর রাতে আতঙ্ক নামে পেঁচার গম্ভীর ডাকে । এই গাঢ় অন্ধকারে অভ্যস্ত আমি কখনো প্রখর আলো বা গনগনে দুপুরের দেখা পেলে , চোখে এটে দিই কালো চশামা ।
অসময় ! বড্ড অসময় !! আমার মত অনেক আমি ; বড্ড নির্জীব , আমার মত আমরা বলতে ভালবাসি । বেছে নিই নির্দ্বিধায় কাঁটাহীন স্যাঁতস্যাঁতে পথ । কাঁটাহীন পথে কৃত্রিম টর্চের আলোয় পথ চলি , কেবল চলতে হয় বলেই হয়ত । শীতের সকালে আমার পাশে আমি খুজে ফিরি উষনতা , তোমাকে নয় । আজ আমি অনেক কিছু বুঝতে শিখেছি । আমি জেনে গেছি , আমাকে ছিনিয়ে নিতে হবে , তোমার থেকে , যতটুকু আমার দরকার ।
কিন্তু না । আমি এভাবে বাঁচব না । কারন আমি জেনে গেছি- অসময়, বড্ড অসময় আমাদের । আমি শীতের সকালে খুজে ফিরব তোমাকেই -” তুমি ফিরে এসো সুরঞ্জনা ” । আমি চাইনা এই সীমাহীন দুর্গন্ধ প্রাচুর্যতা - আমাদের নগ্ন অসুস্থতা - আবরণে আভরণে ঢাকার - অবৈধ জারজ টাকার - কাগুজে সভ্যতার - মাদকতাময় নগ্নতা ।
আমি আবার স্বপ্ন দেখব । খুব ভোরে ঘুম ভাঙবে পাখির কলগানে , ঘাসের ডগায় জমে থাকা শিশির কণাকে হীরক খন্ডের মত জ্বলে উঠতে দেখব - কিন্তু হীরক বলে হাত বাড়াব না । মধ্য দুপুরের প্রখর আলোয় খালিচোখে হেটে যাব - সবাই অথবা আমি একা । জানি আবার সন্ধ্যা নামবে । কিন্তু অপেক্ষায় থাকব আমি আগামী দিনের নিশ্চিত ” প্রত্যুষ ” এর জন্য ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




