জওহর লাল স্যারের ক্লাস যারা করে নি তাদের বলে বুঝানো যাবে না, তাঁর ছাত্রদের কাছে তাঁর স্থান কত উঁচুতে।
প্রথম ঢাকায় আসার পর আমার বাজেটের অর্ধেক বরাদ্দ ছিল প্রাইভেট টিউটরদের জন্য। কিন্তু জওহর লাল স্যার, সুশান্ত স্যার, এ.সি. দাস স্যার, আজমল স্যার আমাকে দেখিয়ে ছিলেন - কলেজ পড়ুয়া একজন ছাত্রের জন্য মনোযোগ দিয়ে ক্লাস এ্যাটেন্ড করাটাই যথেষ্ট। জওহর লাল স্যারের কথা আলাদা করে বলার কারন হচ্ছে, ওনার শিক্ষাটাকে বইয়ের বাইরে এনে ব্যক্তিজীবনে ব্যবহার করতে পেরেছি আমি। স্যারের একটা কথা আমার খুব মনে আছে, "কি করি, কেন করি -জানতে চাই। আমরা খবরের পরের খবর জানতে চাই।"
ক্লাসের চেয়েও বেশি পাবার আশায় আমি একবার স্যারের বাসায় গেলাম অংক শিখতে। স্যার প্রথমেই বললেন, ক্লাসে তিনি হয়ত ঠিক মত বুঝাতে পারছেন না। না হলে তো আমি তার কাছে যেতাম না। আমার অবস্থান ব্যাখ্যা করার পর বললেন, তাহলে ক্লাসে যা পড়াই বাসায় সেগুলো হবে না। তারপরও আমি লেগে থাকলাম। কিন্তু সাত দিনের বেশি টিকতে পারি নি।
কি করি, কেন করি -জানতে চাই। আমরা খবরের পরের খবর জানতে চাই। - এই ক'টি কথা এখনো আমাকে টিকিয়ে রেখেছে।
ফেসবুকে দেখলাম স্যারের নামে গ্রুপ আছে। যারা আগ্রহী তারা সদস্য হতে পারেন।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




