তখনোও আমি ইলুমিনাতি নিয়ে ব্লগে লেখা শুরু করিনি, ইচ্ছা ছিলো ১০ পর্ব ফেইসবুকে নোট আকারে লিখে তারপর সব একসাথে ব্লগে দেবো। সেক্রেট সোসাইটির সাথে বিভিন্ন সময়ের আলোচিত ভূমিকম্পের ইনভলভমেন্টের কথা লিখতে গিয়ে আমি আমার এই নোটের শেষ লাইনে ইরানে ভূমিকম্প নিয়ে একটা সন্দেহ করেছিলাম, ব্যাস্ততার মাঝে ভুলে, যাই এটার কথা, এমনকি কয়েকদিন অলিম্পিকের খবর রাখতে গিয়ে ইন্টারন্যাশনাল নিউজ গুলোও পড়া হয়ে উঠেনি, গতরাতে খবর পেলাম যে ইরানে নাকি ভূমিকম্প হয়েছে, সাথে সাথে বুকের ভেতর খচ করে উঠলো, আমি যা সন্দেহ করেছি তাই হলো। এটাও কি আরেকট হার্প প্রজেক্ট?! জানিনা। এখনোও কোন খবর পাইনি যে এটাও সেক্রেট সোসাইটির কাজ। (সব তো আর তাদের দ্বারা হয় না)। তবে কন্সপিরেসী থিওরীস্ট্রা বসে নেই, তারা দেখছে এটার সাথে সেক্রেট সোসাইটির ইনভলভমেন্টের ব্যাপার আছে কিনা, আন্দাজে তাদের উপর দোষ চাপাবো না, অন্ততঃ না বুঝে শুনে। তবুও আমার অনেক আগে লেখা এই নোট টা আবার দিলাম, যার শেষ লাইনে আমি বলেছিলাম ইরানে কিছু একটা হতে পারে হার্প প্রজেক্ট দিয়ে। এই হলো লিঙ্ক
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


