গুলশান মোড় এর একটু সামনে আগাতে ই বৃষ্টিটা জোরে নামলো, ভাগ্য ভালো একটা সি এন জি পেয়ে গেলাম। খুব বৃষ্টি হচ্ছে। সি এন জি এর ঠিক মাঝে বসা আমি ২ পাশ থেকে এতো বৃষ্টি আসছে আমি প্রায় পুরা ই ভিজে গেছি।
আনেক দিন বৃষ্টিতে ভিজি না, ভারসিটিতে পরতে বৃষ্টির দিনে মানে ই বৃষ্টিতে ভিজেবো। বৃষ্টিতে ভিজে ভিজে ice cream খাওয়া, বৃষ্টিতে বসে বসে বৃষ্টি দেখা, হাটু পানিতে দৌড়ানো। মিশু, টিনা, বাবু, আমি, তিথি, লাইজু বনানি ঘুরে বেরাইছি বৃষ্টিতে ভিজে ভিজে। বাবু বলতো বৃষ্টিতে ভিজতে হ্য় preparation নিয়ে, সুন্দর করে স্ত্রি করা Shirt, Pants পরে আর নতুন Shoe পরে। তেমনটি ২-১ বার করা ও হইছে। পাগলমি !!!
মহাখালি office এর সামনে চলে আসছি, অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম মজা করে না এমনি এমনি, সি এন জি driver বললো ভাই ২ পাশের পরদা টাইনা নিতেন _ _ _ আমি অবাক খেয়াল করি নাই।
-- কিছুদিন আগের ছোট্ট একটা সি এন জি journy in rain শেয়ার করলাম। Friend রা সবাই এখন Busy, আমি ও। তাতে কি? স্মৃতিগুলো তো আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




