গতকাল সারাদিন খাওয়া হয়নি, কারণটা কারো কাছেই অজানা নয়। দুপুর হয়ে গেছে পানি থেরাপি চলছে পাকস্থলীর উপর। মা মিস কল দেয়ায় মামুন কল করলো, ওই তুই খাস তো ঠিকমত, খাওয়ার কষ্ট করিস না বাপ্। মামুন জোর দিয়েই বলে না গো মা একটুও না। ফোন রেখে দিয়ে মামুন হাসে মানিব্যাগ এ ৫০০ রিয়ালের একটা নোট আছে, এটিএম এও বেশ কিছু টাকা আছে চলার মতো । কিন্তু টাকা কোনো কাজে লাগছে না। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি বুঝতো টাকা সময় সময় কোনো কাজেই লাগে না। গলা দিয়ে তিতকুটে পানি বেরুচ্ছে, বমি বমি ভাব কিন্তু হচ্ছে না। খালি খাওয়ার চিন্তা, দূর ! ও ই-পত্রিকায় মন দেয়। দেশের খবর, ১০৪ জন করোনায় আক্রান্ত আর চাল চোর ধরা পড়েছে ২২৬ জন। অনুপাতটা চমৎকার ১০৪:২২৬, পড়তে পড়তেই চোখ ঝাপসা হয়ে আসে, মামুন যে খিদা সহ্য করতে পারে না, চাইতে ও পারে না, সরকারি চোরেদের মতো চুরিও করতে পারে না। জ্ঞানহীন মামুন স্বপ্নে দেখে কদম ফুলের মতো করোনারা হাসতে হাসতে কাঁদতে শুরু করেছে আর আস্তে আস্তে ছোট হতে হতে বাতাসে মিলিয়ে যাচ্ছে। অজ্ঞান মামুনের হাসিটা কেউ দেখতে পায় না।
---সমাপ্ত---
লেখার কাল: ১০ এপ্রিল শুক্রবার ২০২০
গল্প: কদম ফুল (১):
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




