আমাদের এখনি সিদ্ধান্ত নেয়া উচিৎ।
এভাবে আর কতদিন? আর তো সহ্য হয়না।
অনেক ফান পোস্ট হল।
অনেক রেসিপি অনেকে দিলেন।
ব্লগে এখন ১৮+, ২১+, ২৯+, ৩২+, ৮০+, ১০০+ পোস্টের বন্যা (আমিও দুই চারটা দিসি
তাই আজ থেকে যত দিন না মাইনাস বাটন ফিরে পাচ্ছি ততদিন আমরা "ভালো লাগলো" বাটনটিকে মাইনাস হিসেবে গ্রহন করতে পারি।
জানি বিষয়টি অনেক হাস্যকর, ফালতুও হতে পারে। অনেকেই আমাকে গালাইবেন। আমার চুলও ছিঁড়তে ছাইবেন। । কোন কোন দয়াবান ভালোও বলতে পারেন।
তারপরও ......যে যাই বলেন কিছু আমার এই বুদ্ধি পছন্দ না হলে নিজেই একটা বুদ্ধি বাইর করেন। আমাদের জানান। আসুন কিছু একটা করি। এই জীবন শেষ হয়ে গেলো।
মাইনুস ছাড়া বাচুমনা (

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



