মানুষ মরে গেলে পচে যায় , বেঁচে থাকলে বদলায় , কারণে বদলায় , অকারনে বদলায় , চিত হইয়া বদলায় , কাইত হইয়া বদলায় , পেপারে বিজ্ঞাপন দিয়া " বদলায় "
বদলা বদলির এই বদলময় জগতে , না বদলালে তো বদলি হতে হবে !! সকল জায়গাতেই বদলের জয়জয়কার । কিন্তু কেন যেন আমার মতন বদলহীন বলদ মানুষের কাছে এই সকল বদল কে হিজড়ামো মনে হয় !!
প্রথমেই আসি তথ্য প্রযুক্তির দিকে । প্রথমে ছিল মোবাইল আর ডেক্সটপ । পরে দেখা যেতে লাগলো , ল্যাপটপ । মোবাইল এর মতন বহন ও করুন , ডেক্সটপ এর মতন কাজ ও করুন । বাবা ডেক্সটপ এর সাথে ছেলে ল্যাপটপের ভালো ই মিল । মা মোবাইল এর মতন কথা বলবার স্বাধীনতা সে পেয়ে উঠেনি । কিন্তু কয়দিন পর দেখা যেতে লাগলো নেটবুক । বাবার মতন বড় সর কাজ না করা হয়ে উঠে না , ফাও হিসেবে তাঁর এক বিচি ( সিডি রম ) বিসর্জন দিতে হল !!
আবিষ্কারক দের সাধ তবু ও থামলো না । এলো আই প্যাড / ট্যাবলেট / ট্যাব । দেখে বাবা ডেক্সটপ - মা মোবাইল তো যায় যায় দসা !! চেহারা - বডি মাসাল্লাহ - কিন্তু না পারে বাবার সব কাজ করতে , না পারে মায়ের মতন কানে চেপে বসতে ।
অনেকটা হিজড়া টাইপ অবস্তা !!
কিছু কাল আগে ও শুনতাম - বিউটি পার্লার শুধু মেয়ে দের জন্য , এখন দেখি ছেলেরা ও ' রীতিমত পাল্লা দিয়ে " আগা কিউর " , " মাথা কিউর " , " ইসহাত ( স্পা এর খালাত ভাই !!) " - এর মতন আগদুম বাগডুম জিনিস করাতে ছুটছে " আদম স " এ !! বড় চুল রেখে " বন্য হয় যে সব খানে !! " ।
বাইরে ছেলে , ভিতরে মেয়েলি ভাবস । অনেকটা ------------
নাক ফোঁড়ান - কান ফোঁড়ান ডিজুস যুগের ডিজুস পোলাপান দের না করালে কি আর হয় !! চউখের আগায় , ঠোঁটের কিনারায় , জিব্বার মাঝে এমন কি ঐ জায়গায় পর্যন্ত খত্ত বিক্ষত হচ্ছে !!
অনেকে উল্কি নামক ভেল্কি দেখিয়ে বেরাচ্ছে ।
লাইক কমেন্ট এর আশায় ছেলে রা বনে যাচ্ছে " ভার্চুয়াল মেয়ে ", তাদের আচরণ মেয়েদের কেও ছারিয়ে যাচ্ছে !!!
কিছু " উত্তম পুরুষ " - লিপস্টিক লাগিয়ে লিপের সাথে নিজ নিজ মুখ ও রাঙ্গাচ্ছেন !! কারো দেখা দিচ্ছে " অনন্ত " বুকের সন্ধান !!!
হিজড়া বলা ও তো ঠিক হচ্ছে না !!!
মেয়ে দের কথা বলতে ও তো ভয় লাগে !! প্যান্ট সার্ট পড়া উহাদিগর অধিকার হইয়া গিয়াছে !! আমার অনেক সময় জিজ্ঞেস করতে মুঞ্চায় , " আপু , আমি কি আপনার সেলোওার - কামিজ " পরে বের হয়েছি ?? নাকি চিকনি চামেলি পরিয়া কাহারো " রাখেল " হতে চেয়েছি??
না ছেলে - না মেয়ে - অনেকটাই ------------------
ছেলে রা মেয়েলি পনায় , মেয়ে রা "ছেলেমি " পনায় বেস্ত হয়ে আছে । এই টাই বলে ফেসান - এইটাই ওয়েস্টার্ন কালচার !! আই - প্যাড নিয়ে না ঘোরা টা ওল্ড ফেসান । ওল্ড ফেসান বাঙ্গালী পনায় ।
যুগটাকি আসলেই বদলানোর যুগ ?? নাকি হিজড়ামোর ?? !!
( 'ফান' হিসেবে লিখেছি , কিন্তু এই 'ফান' লিখা পরে কারো 'কান' গরম হয়ে গেলে ভদ্র পোলার 'জান' 'খান খান' হইয়া জাইবেক !!! )
বলগ খতম , পৈসা হজম , বিদায় , ভালো থাকবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


