বিগত ১৫ বছর ধরে আমরা এই এক প্রশ্ন দিয়েই তাদের সকল অন্যায় অবিচারকে জাস্টিফাই করে আসছে। আমরা দেশের মানুষের মাঝে এই ন্যারেটিভ সৃষ্টি করেছি আমরা যেহেতু মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছি তাই তাদের সব অন্যায় মাফ। আর বাঙ্গু সুশীলরা সেটা মেনেও নিয়েছে।
আমরা ভোট চুরি করেছি। তবে এটা বড় কিছু নয় কারণ আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
আমরা পরপর তিনবার অবৈধ ভাবে বিনাভোটে ক্ষমতায় বসেছি। তবে এটা বড় কোন অন্যায় নয় কারণ আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ।
আমরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তবে এটা বড় কিছু নয় কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
আমরা মানুষকে গুম করেছি। ক্রস ফায়ারে দিয়ে মানুষ মেরেছি তবে এটা বড়কিছু নয় কারণ আমরাই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
আমরা ব্যাংক লুটে খেয়েছি তবে এটা অন্যায় কিছু নয় কারণ আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
একটা দেশের যত ভাবে গোআ মারা যায় আমরা সব মেরেছি কিন্তু আমরাই মুক্তিদ্ধের নেতৃত্ব দানকারী দল।
এই রকম কত শত উন্নয়নের কাজ আমরা করেছি এই মুক্তিযুদ্ধ সামনে রেখে। বাঙ্গু সুশীলরা তবুও আমাদের সমর্থন দিয়ে গেছে। আমরা বাঙ্গুদের বুঝিয়েছি যে সাদেক হোসেন খোজা কোন মুক্তিযোদ্ধা নন অথচ মুক্তিযুদ্ধের সময়ে লন্ডনে থাকা কালা মানিক বড় উচ্চ মানের ব্লুটুথ মুক্তিযোদ্ধা, বাঙ্গুরা তাই মেনে নিয়েছে। তারা সাদেক হোসেন খোকাকে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান করে না কিন্তু কালা মানিককে মুক্তিযোদ্ধা মনে করে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৫ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



