somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাপলা চত্বরের ৬১ শহীদের তালিকা

০২ রা মে, ২০১৪ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথায় শহীদ?
কে শহীদ হয়েছে?

আওয়ামিলীগাররা তো বিশ্বাসই করতে চায়না যে কেউ মরেছে।

প্রমান কই?
যারা প্রমাণ চায়, তাদের জন্য দিয়ে দিলাম অধিকারের প্রতিবেদন অনুযায়ী ক্রমানুসারে নাম ও ঠিকানা ।
তাহলে কি মাত্র ৬১ জনের নাম পাওয়া গেলো?
উত্তর স্পষ্ট এটা হেফাজতের নয়, অধীকারের প্রতিবেদন। এটা প্রকাশ করেই অধীকারের কি হিমশীম খেতে হয়েছে সেটা আপনারা পত্রিকাগুলাতে স্বচক্ষে দেখেছেন। এই ৬১ জনের তো শুধু লাশ চিহ্নিত করা গেছে, গুম হয়ে গেছে এমন আরো কত ৬১ জন কে জানে? যে অনুসন্ধানে নামবে, তাকেও হয়ত গুম করে ফেলা হবে।

১. সিদ্দিকুর রহমান(৩০)
লাশ গ্রহণকারীঃ কাজী সেলিম সরওয়ার, চট্টগ্রাম
শ্রমিক সম্পাদক, সায়েদাবাদ বাসস্ট্যান্ড

২. এ কে এম রেহান আহসান(২৮)
লাশ গ্রহণকারীঃ ডা. শাহরিয়ার মাহমুদ
৩৫৩/১-বি, দক্ষিণ পাইকপাড়া, ঢাকা

৩. কাজী রকিবুল হক(৪০)
লাশ গ্রহণকারীঃ কাজী শহীদুল হক
২০৮/৩ শেখপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা

৪. মো. ইউনুস (৩৫)
লাশ গ্রহণকারীঃ মাওলানা নাজিম উদ্দিন
বাঙ্গাল হাওলা, কালীগঞ্জ, গাজীপুর

৫. দ্বীন ইসলাম(৩৬)
লাশ গ্রহণকারীঃ আলাউদ্দিন
বালুচর, সিরাজদিখান, মুন্সীগঞ্জ

৬. নাহিদ(২১)
লাশ গ্রহণকারীঃ শাহজাহান
লালগঞ্জ ৭ নম্বর বিল্ডিং, ৭ নম্বর গলি, ঢাকা
মূগদা এলাকার একজন তাবলীগকর্মী

৭. মো. আল-আমিন(৩০)
লাশ গ্রহণকারীঃ শফিক
কাচারী চেকেরহাট, কোতোয়ালি, ফরিদপুর

৮. মাওলানা আবদুল ওয়াহাব মোল্লা(৪৫)
লাশ গ্রহণকারীঃ আবদুল হান্নান
তালাব, ভালুকা, ময়মনসিংহ

৯. হাফেজ আল-আমিন(১৮)
পিতা-আবদুল জব্বার
দুর্গাপুর চর, মাদবদিয়া, ফরিদপুর

(১০)
পিতা-দেলোয়ার শিকদার
গ্রাম-পাতারহাট, থানা মেহেন্দীগঞ্জ, বরিশাল
বাসা ২৭৪, জয়কালী মন্দির।

১১. হাফেজ সাদ্দাম(২৭)
পিতা-রফিকুল ইসলাম
গ্রাম-মহিপুর, পোস্ট-পাজমা,
থানা-মধুখালী, ফরিদপুর

১২. মুহাম্মদ মাসুম বিল্লাহ(২২)
পিতা-মাওলানা ওয়াজী উল্লাহ
ইমাম কটনমিল জামে মসজিদ, জেলা-নারায়ণগঞ্জ

১৩. লুৎফর রহমান(২৫)
পিতা-সিদ্দিকুর রহমান
গ্রাম-সুতিয়াপাড়া, ইউনিয়ন-বাওলা
থানা-ফুলপুর, ময়মনসিংহ

১৪. মো.নজরুল ইসলাম(২৫),
পিতা-মমতাজ উদ্দিন,
গ্রাম-দাইয়ের পার, খেবুতলা,
মনোহরদী, নরসিংদী

১৫. হাফেজ মোয়াজ্জেমুল হক নান্নু(৩৫)
গ্রাম-রায়পাড়া, খড়কি, যশোর

১৬. হাফেজ আতাউর রহমান(৩৫)
পিতা-সিদ্দিকুর রহমান
গ্রাম-সুতিয়াপাড়া ভৌলা, থানা-ফুলপুর, ময়মনসিংহ

১৭. মুহাম্মদ আকবর
ইবনে নজরুল ইসলাম,
দৌলতখান, ভোলা;

১৮. মাওলানা সিহাব উদ্দিন(৩৫)
প্রভাষক, গানিয়াতুল মাদ্রাসা
থানা-সীতাকুণ্ড, চট্টগ্রাম

১৯. মো. শামসুল আলম(২০)
গ্রাম-তেলিগাংদিয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া

২০. মাওলানা শিহাব উদ্দিন(৩২)
শিক্ষক, বগাচতর ফাজিল মাদ্রাসা,
গ্রাম-ডোমখালী, ইউনিয়ন সাহেরখালী
থানা-মিরসরাই, জেলা-চট্টগ্রাম

২১. মো. নাহিদ শিকদার

২২. মো. ইউনুস মোল্লা(২৮)
২৫ নম্বর ওয়ার্ড, বরিশাল শহর
বরিশাল(পুলিশ বলছে এ ঘটনাটি সঠিক)

২৩. মো. সাইদুল বারী(১৭)
মোহাম্মদপুর বায়তুল ফজল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র
গ্রাম-ইউসুফদিয়া, থানা-গালতা
জেলা-ফরিদপুর

২৪. মো. মোক্তার হোসেন(১৫)
পিতা-মহর আলী, গ্রাম+পোস্ট-উত্তর বাঘরনগর
থানা-রায়পুরা, নরসিংদী

২৫. মাওলানা শামসুল আলম
হরিণাহাট, শফিপুর, কালিয়াকৈর

২৬. মাওলানা মোহাম্মদ হাসান
শিক্ষক-দাগারপার ফোরকানিয়া মাদ্রাসা
ফতুল্লা, নারায়ণগঞ্জ

২৭. হাফেজ মো.মাহমুদুল হাসান জুবায়ের
পিতা-মো. আব্দুল বাসেদ
গ্রাম-বকুলতলা, মাটিরপাড়া, নরসিংদী

২৮. মাওলানা মাহমুদুল হাসান
নাঙ্গলকোট, কুমিল্লা

২৯. হাফেজ লোকমান হোসেন
বাবুরাইল, নারায়ণগঞ্জ

৩০. মো. আল-আমিন
রামারবাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ

৩১. মাওলানা জুবায়ের
পিতা-কারি নেয়ামতুল্লা
সাপেরচর, বালুচর, মুন্সীগঞ্জ

৩২. মো. শফিউল্লাহ বাদল
দুরবাটি, কালীগঞ্জ, গাজীপুর

৩৩. হাবিবুল্লাহ মুন্সী
পিতা-আনু মুন্সী
গ্রাম-দায়চর, সেনবাড়ী,
কচুয়া, চাঁদপুর

৩৪. মো. সিরাজুল ইসলাম,
পিতা-আমির উদ্দিন
গ্রাম-খলিফারপাড়
মাশকান্দা পলিটেকনিক মোড়, ময়মনসিংহ

৩৫. বাবু গাজী
থানা-নড়িয়া, শরীয়তপুর

৩৬. জাহিদুল ইসলাম সৌরভ
নিমাইকাশারী, বাগমারা, রাজশাহী

৩৭. আনোয়ার
হাটহাজারী মাদ্রাসার ছাত্র, চট্টগ্রাম

৩৮. শাহাদাত,
মেখল মাদ্রাসার ছাত্র, চট্টগ্রাম

৩৯. মো. সোহেল
দাউদকান্দি, কুমিল্লা

৪০. ফকির ইবনে মাইজুদ্দিন
ফকির, কাতলা, শিববাদী,
আদমদীঘি, বগুড়া

৪১. মাহফুজ খান
পিতা-বাবুল খান
গ্রাম-শেখদী, চাঁদপুর

৪২. হাফেজ সাইদুর রহমান
পিতা-মৃত সিরাজুল ইসলাম
গ্রাম-ইউসুফদিয়া, থানা-সালতা
জেলা ফরিদপুর

৪৩. মাওলানা আনোয়ার হোসেন
পিতা-মো. আবুল হোসেন, নোয়াখালী

৪৪. মো.হারুনুর রশিদ
গ্রাম-তায়েফা, থানা-মুলাদী, জেলা-বরিশাল

৪৫. সুলতান
কোনাবাড়ী, যাত্রাবাড়ী, ঢাকা

৪৬. রাজীব
কাজলা ভাঙ্গা, ডেমরা, ঢাকা

৪৭. মো. আব্দুল হান্নান
পিতা-আব্দুল বাতেন
গ্রাম-আদিয়াবাদ, মধ্যপাড়া,
রায়পুরা, নরসিংদী

৪৮. সোহেল
চাঁদপুর উজানী মাদ্রাসার ছাত্র

৪৯. মাওলানা মতিউর রহমান, কুমিল্লা

৫০. পলাশ
ওয়ার্কশপ ব্যবসায়ী
মাদানীনগর, নারায়ণগঞ্জ

৫১. সাদেক হোসেন
পিতা-রইস মিয়া
বক্সনগর, ডেমরা, ঢাকা
গ্রাম-বড়াইল, ব্রাহ্মণবাড়িয়া

৫২. রুবেল
বক্সনগর, ডেমরা, ঢাকা

৫৩. সাব্বির
বক্সনগর, ডেমরা, ঢাকা

৫৪. তাহের
বক্সনগর, ডেমরা, ঢাকা

৫৫. আবু সাইদ
বক্সনগর, ডেমরা, ঢাকা

৫৬. জসিম উদ্দিন, কুমিল্লা
৫৭. কামাল উদ্দিন খান
ম্যানেজার, জেনারেল ইনস্যুরেন্স কম্পানি
মতিঝিল, ঢাকা

৫৮. মাওলানা আতাউল্লাহ
শিক্ষক, মোদাফামা মাদ্রাসা

৫৯. ইব্রাহিম খলিল, পটুয়াখালী

৬০. জালাল আহমেদ, শরীয়তপুর

৬১. সিরাজুল ইসলাম, কুমিল্লা

আল্লাহ এদের সবাইকে জান্নাতের সুউচ্চ মাক্বাম দান করুন!আমীন!!
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

ফিরে দেখা - ১৩ মে

লিখেছেন জোবাইর, ১৩ ই মে, ২০২৪ রাত ৮:০৩

১৩ মে ২০০৬


দমননীতির অদ্ভুত কৌশল
সরকার নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ওপর দমন নীতির আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত বিচার আইন ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দমন... ...বাকিটুকু পড়ুন

কাঁচা আম পাড়ার অভিযান

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৩ ই মে, ২০২৪ রাত ১০:৩২



গাজীপুর জেলার জয়দেবপুরের বাড়ীয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে আমার প্রায় ৫২ শতাংশ জমি কেনা আছে। সেখানে ছোট একটি ডোবা পুকুর, অল্প কিছু ধানের জমি আর বাকিটা উঁচু ভিটা জমি। বেশ... ...বাকিটুকু পড়ুন

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

×