মডুরা হয়তো এখনই ব্লক করবে আমাকে। তবু বলি ধর্ম খারাপ নয়।
অনলাইনে জনপ্রিয়তা পাইতে চাইলে সবার আগে ধর্মের বিরুদ্ধে বলুন। যদি এতে কাজ না হয় তবে দেশের বিরুদ্ধে বলুন। কাজ হয়ে যাবে। দেশকে নিয়া দুই চারটা গালি শুনলে আমাদের দেশপ্রেম লাফাইয়া উঠে, ধর্ম নিয়ে দুই চারটা বয়ান শুনলে সবাই পাক্কা হুজুর হয়ে যাই। তবে যদি প্রস্ন রাখি, এই দেশের জন্য আপনার অবদান কি, তবে এক্কেবারে চুপসে যায়। যদি প্রশ্ন রাখি, আপনার ধর্মকে যাতে সবাই ভালবাসে তার জন্য কিছু করেছেন কি?? মাথা নিচু ক...রে জবাব দেন, ধর্মকে আমি ভালবাসি এটাই কি বেশী না?? আমি তেমন ধর্ম কর্ম করি না, কিন্তু ধর্ম নিয়ে অহেতুক কিছু সহ্য করতে পারি না।
এইযে দেখেন একজন সারাজীবন চুরি কইরা হইয়া যায় ইতিহাসবিদ, অধ্যাপক। আবার কেউ বিশ্ববিখ্যাত আলেম হলেও তাকে বানানো হয় ধর্ষক চোর। কত যে খেলো । মতের খেলা, পথের খেলা....খেলা আর খেলা। আরও কতকিছু। সম্পূর্ণ স্টোরি পড়তে ক্লিক প্লিজ এ দেশ কোথায় গিয়ে ঠেকবে বলতে পারেন???
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




