কখনো খুঁজিনি তোমার পরিচয়, কোথায় বাড়ি,
কি করেন তোমার বাবা;
শুধু জেনেছি তুমি আমাদেরই ভাই,
আজি তোমারই বিরহের এইক্ষণে-
স্তব্দ হয়ে যাই, বিশ্বাসের ভিত নড়ে বার বার
দু’গাল বেয়ে ঝরে অশ্র“-সজল তাই।
রঙ্গিন ছবিখানা হয়ে গেলো সাদা-কালো
আলোর অভাবে? নাকি রঙের বিরহে,
তবু যেনো তুমি এখনও আছো বিশ্বাসে
আসবে আগামী কোন কালে।
চলে গেছো হাসতে হাসতে
অথচ আমরা এখনও কাঁদি নিরবে,
নিথর হয়ে গেছে পরিবেশ
নিস্তব্দ সবাই তোমারই বিরহে।
তোমার উচ্ছল হাসি এখনও কানে ভাসে
ভরা নদীর বৈশাখী ঢেউ হৃদয়ে জাগে।
জানি আসবে না ফিরে আর কভু
তোমার স্মৃতি হৃদয় পটে থাকবে তবু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




