ইবরাহিম নবীর স্মৃতি চারণ আবারো এসেছে তব দ্বারে
ত্যাগের মহিমায় ভাস্বর রক্তিম স্রোতধারা,
মহান রবের মহাপ্রেমে আকুল প্রানের অধির ছুটে চলা
মুমীন প্রান আজ তাঁহার রঙে হয়েছে আত্মহারা।
পশু জবাই শুধুই নয় অনুষ্ঠান
এতো মনের পশু জবাই করার মহা আয়োজন,
হিংসা-বিদ্বেষ কোরবানী হোক
এটাই সবার মনের প্রতি কঠোর নির্দেশন।
=== এই কোরবানীকে সম্মান করে সবাই তাদের আত্মীয়-স্বজনদের মধ্যকার ভুল বোঝা-বুঝি, পরস্পরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুক, এটাই কামনা করছি; আর তবেই আমার এই কবিতার স্বার্থকতা অর্জিত হবে। ===
********************************************************************
আপনার প্রিয়জনকে কাছে টানুন, আমার লেখাকে স্বার্থক করুন। ধন্যবাদ।
=============================================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




