তীর হতে দূরে একটি জরুরি নৌকাডুবি হচ্ছে,
যাত্রীরা নদীর বুকে ছড়াচ্ছে খই, সোনা-রূপা
নানা উপাচার
নদী তার বাঁধা সূর্যাস্ত সাজাতে ব্যস্ত তখনও_
হেলায় ভেসে যাচ্ছে খই, ভেসে গেল পুরনো বৈঠা
ফুল-তোলা পাল
নৌকা ডুবে গেলে মাঝিদের সমবেত গান
নদী কি আসলে তবে ডুবে যাওয়া নৌকার সন্তান?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




