কী ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার। হাসন রাজা হুতাশ কইরা কইছিলেন। এই হুতাশ করার যে যোগ্যতা লাগে, সেইটা আমার নাই। অনেকেরই নাই। যাদের বেশি বেশি নাই, তারাই পৃথিবীতে প্রমোটার হইয়া জন্মায়। আমি জন্মাইলাম অগা হইয়া। তবুও পোলার কথা শুনতে লাগে। তার কথায়, এখন যে বাঁশের বেড়ার ঘরে আমাদের বাস তাতে তেমন জুৎ হয় না। তার ইশকুলের বন্ধুদের সবার দালানবাড়ি আছে। সে আবার ইতিমধ্যে এইটাও লক্ষ করছে, বাবার বন্ধুরাও দালানকোঠাতে থাকে। একে দালানকোঠা, তায় রঙিন। সুতরাং তার একখান এমন বাড়ি লাগবো, যাতে তার সম্মান বাঁচে। এখন তো আবার অ্যডোলস্যান্স আগে আইয়া পড়ছে। আগে যেসব কথা বারো বছরে মাথায় আইতো, এখন সেটা নয় বছরে আসে। সুতরাং আমরা দুইজন স্বামী-স্ত্রী বসে গেলাম হিসাব লইয়া। বহু রাতের ঘুম মাইর দিয়া যে জিনিস বাইর হইল, তাতে চিরঋণী হইয়া হইলেও একখান ঘর বানানো দরকার বোধ হইল।
বাপের বাড়িটির দিকে তাকাই। আজকালের তুলনায় সেটা বেশ বড়। বড় বইল্যাই অনেকে বাবারে জিগ্যাসা করে, এত বড় বাড়ি দিয়া কিতা করবেন মেসো বেইচ্চা দেন। বাবা চমৎকার একটা জবাব ছাড়েন, ‘ শুন যেসব লোক মুরগা দেইখ্যা কাইট্টা মাংসের পরিমানের অনুমান লাগায়, গাছ দেখলে কাইট্টা কত কাঠ পাওয়া যাইব কল্পনা করে তাদের লগে আমি খুনির পার্থক্য দেখি না।’ যারা এই কথা একবার শুনেছে, তারা বুইজ্যা হোক না বুইজ্যা হোক আর বাড়ির জায়গা বেচনের কথা তোলে না। এখন এই বাড়িতে আমার একখান ঘর তোলার লাগে। তাহলেই কাটতে হবে অনেকগুলো গাছ। কত যে গাছ এই বাড়িতে আছে, তা আমরাই জানি না। বাঁশ, টেকরই, মণ্ডাফল, আম-জাম-কাঁঠাল-পেয়ারা-কমলা থেকে শুরু কইরা কত গাছ! একটা নাম না জানা গাছে আছে তোতাদের সংসার। একটা ‘হোয়াইট ব্রেস্টেড হক’-এর জুটি এসে বয়রা গাছের মগডালে বাসা বানাইছিল। এই পাখির নাম যে এইটা সেই কথা বুক অব ফ্যাক্টস থিকা বাইর করছে শ্রীমান। তাদের দেখলেই দুনিয়ার কাক আইয়া পেছনে লাগত। একটা করুই গাছে থাকতো চামচিকার দল। মাথা নিচু করা সেইসব পাখির ভয় দেখাইয়া পোলওে তার শিশুবেলায় খাওয়ানো সহজ হইত। তাদের বিষ্ঠার জ্বালায় সেই গাছ একদিন কাটা হইল। পেছনে আছে একটা দেশি আমড়ার গাছ। তাতে আছে দুইটা পেঁচা। আমার দুই বছরের ভাইপো পেঁচার মুখভঙ্গি নকল কইরা দেখাইতে পারে। পেঁচা কেমনে থাকে জিগ্যাসা করলে সে বারবার সেটা কইরা দেখায়। তা দেখাইয়া সে পাড়ায় বেশ জনপ্রিয় শিশু হইতে পারছে। এই গাছগুলোর অনেককে কাটতে হইব। বাড়ি করতে হইলে তাদের মাইরা ফালাইতে হইব। একটা শূন্য না বানাইলে, কী ঘর বানাইমু? তাই একদিন করাতি আইলো।
করাতিরা আসলে বড় কামুক হয়। তাই বাড়ির মেয়েলোক নিয়া আমার চিন্তা হইল। সেই চিন্তা কারও কাছে প্রকাশ করা যায় না। কিন্তু এমন কোনও বিজ্ঞানভিত্তিক প্রমাণ নাই, করাতিরা কামুক হয়। কিন্তু যেভাবে তারা গাছ কাটে, পরে একটা পাটাতনে গাছের গোল শরীর শোয়ায় আর তার উপরে একজন আর নিচে দুইজন দাঁড়াইয়া করাত টানে, তাতে যেকোনও চক্ষুষ্মান তাদের কামুক ভাবতে বাধ্য। কিন্তু সব কাম তো আর মেয়েদের দিকে ধায় না। তাই রক্ষা। করাতি এসে গাছগুলি কাটলো। তারপর তৈরি হল একটি শূন্য। সেখান থেকে আকাশের চাঁদ স্পষ্ট দেখা যায়। এই জায়গায় একটি ঘর হইব।
(চলবে)
আলোচিত ব্লগ
আমাদের জাতির কপালে শনি আছে

একাত্তরে যারা স্বাধীনতার বিরোধীতা করেছে তারা বলেছে স্বাধীনতা টিকিয়ে রাখা সম্ভব না, সুতরাং ভারতের অধীন হওয়ার চেয়ে পাকিস্তানের অধীন থাকা ভালো। তারা মনে করেছে অধীকাংশ নাগরিক তাদের দলে।... ...বাকিটুকু পড়ুন
হাদি কি লড়াকু সৎ এবং নিবেদিত প্রাণ নেতা ?
হাদি কি লড়াকু সৎ এবং নিবেদিত প্রাণ নেতা ?
জুলাই আন্দোলনে তিনি প্রথম সারির নেতা ছিলেন না , তাকে কেউ চিনতো না কয়েক মাস আগে ও ।
জুলাই জংগীদের... ...বাকিটুকু পড়ুন
হাদি ভাই, ইনসাফ এবং একটা অসমাপ্ত বিপ্লবের গল্প

ইদানিং একটা কথা খুব মনে পড়ে। হাদি ভাই।
মানুষটা নেই, কিন্তু তার কথাগুলো? ওগুলো যেন আগের চেয়েও বেশি করে কানে বাজে। মাঝেমধ্যে ভাবি, আমরা আসলে কীসের পেছনে ছুটছি? ক্ষমতা? গদি? নাকি... ...বাকিটুকু পড়ুন
আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে
আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে[
স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধে রাষ্ট্রীয় ব্যর্থতা, মব-রাজনীতি ও এক ভয়ংকর নীরবতার ইতিহাস
চরম স্বৈরশাসন বা ফ্যাসিবাদী রাষ্ট্রেও সাধারণত সংবাদমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়ার সাহস কেউ করে না। কারণ ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ৩০ দেশের দুষ্ট আমেরিকান রাষ্ট্রদুত বদলায়ে দিচ্ছে!

আইয়ুব পাকিস্তানকে ধ্বংস করার পর, বাংগালীদের লাথি খেয়ে সরেছে; জিয়া, কর্নেল তাহের ও জাসদের গণ বাহিনী আমাদের দেশকে নরক (১৯৭৫ সাল ) বানিয়ে নিজেরা নরকে গেছে। আমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।