
আচ্ছা কেউ কি বলতে পারবেন এই বোমাটা আসলে কার কপালে আছে ? যে কারো কপালে যেকোনো সময় এইরকম একটা বোমা থাকতে পারে ।। এই রকম অনিশ্চয়তা থেকে মুক্তি একমাত্র উপায় প্রতিবাদ করা ।। দেখিয়ে দেয়া যে জনগন এক হয়ে গেলে কারো নিস্তার নাই ।। সেই উদ্দেশেই কেউ একজন এই ইভেন্ট ( থামাও সহিংসতা ) এর তৈরি করেছেন ।। আর আমি একজন ভুক্তভুগি হিসেবে এই ইভেন্টে যোগ দিবো ।। আশা করি একজন মানুষ হিসেবে মানুষ হত্যার প্রতিবাদ আপ্নিও করবেন ।। আর যদি বিড়ালের মত আরাম প্রিয় হন তাহলে না হয় কম্বলের নিচে শুয়ে কোনও এক সময় এইরকম একটা বোমা খাওয়ার অপেক্ষায় থাকবেন ।। সিদ্ধান্ত আপ্নাকেই নিতে হবে ।

এই শিশুটি কি ভোটের অধিকার চায়? এই শিশুটি কি সংলাপ বোঝে? নির্বাচন বোঝে? গনতন্ত্র বোঝে? যে বয়সে তার খেলার কথা ভিডিও গেমস কিংবা মাঠে ফুটবল ক্রিকেট, সেই বয়সে সে মৃত্যুর সাথে পাঞ্জা খেলছে।

আপনার রাজনৈতিক মতাদর্শ থাকুক আর না থাকুক, আপনি আস্তিক হোন আর নাস্তিক, আপনি ধনী হোন কিংবা গরীব, নিরীহ সাধারন মানুষ হত্যাকে কোনোরকম যুক্তি দিয়েই আপনি সমর্থন, মৌন সমর্থন কিংবা অনুসমর্থন করতে পারেন না।
সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে হলে আপনাকে শুধুমাত্র মানুষ হতে হবে।

I am from Bangladesh and I support the movement #StopBarbarism
#থামাওসহিংসতা
#StopBarbarism
( ছবিতে ইভেন্ট লিঙ্ক দেয়া আছে )
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




