জনাব মহিউদ্দিনের উত্থান হয় ১৯৯৪সালর মেয়র নির্বচনের মাধ্যমে।সবাইকে চকম লাগিয়ে চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে । ৫বছর দাপটের সাথে মেয়র পদে থাকারপর আবার ২০০০সালে পুনঃনির্বাচিত হন । এরপর বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও মীর নাসিরের জামাতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং বিএনপির মাঝে আন্তঃকোন্ধোল এর সুযোগে ২০০৫সালের মেয়র নির্বাচনে মীর নাসির কে ৯০হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন । এতে মহিউদ্দিনের আত্মবিশ্বাস এত বেড়েযায় যে, সে নিজেকে চট্টগ্রামের সর্বেসর্বা ভাবতে শুরুকরেণ । তিনি ভাবতে শুরুকরেণ চট্টগ্রামে তার একক ব্যত্ত্বিতে করণে বার বার তার এই বিজয় । যার করণে তিনি কোন নেতাদের সাথেই ভাল আচারন করতেন না । তার নিজ দলের নেতা লতিফুর রহমানের সাথে দূর্ব্যবহার, নূরুল ইসলাম বিএসসি,আক্তার উজ্জামানের সাথেও তার তেমন কোন ভাল সম্পর্ক ছিলনা । আওয়ামিলীগ নেতা সহ সবাই তার দামম্ভিক আচারনে করণে তার উপর ক্ষিপ্তছিলেন । ফলে ২০১০সালের মেয়র নির্বাচনে মঞ্জুরুল আলমকে বিপুল ব্যবধানে নির্বাচিত করার মাধ্যমে মহিউদ্দিনের ঔদ্ধত্যপূর্ণ আচারনের জবাব দিয়েছে জনগণ । এ নির্বাচনে প্রধানমন্ত্রী আওয়ামিলীগের সব নেতাদেরকে একসাথে মহিউদ্দিনের পক্ষে কাজকরতে বললেও তারা করেনি শুধু মহিউদ্দিনের আচারনের কারনে । তারা চাচ্ছিলেন মহিউদ্দিন হতে চট্টগ্রামের মুক্তি । যার করনে ১৫বছর দাপটের সাথে মেয়র পদে থাকার পর ২০১০সালের নির্বাচনে তার ভাড়াডুবি হয় । এর মধ্যেদিয়ে মহিউদ্দিনের বর্নাঢ্য রাজনৈতিক জীবনে অবসান হল । কারণ এতদিন যেই জনগণ তার সাথে আছে বলে আওয়ামিলীগের বিভিন্ন নেতা সহ অন্যান্য নেতাদের সাথে খারাপ আচারন করেছেন সেই জনহণই তার অহম্কার আর নির্বাচনি ওয়াদার্পূণ না করায় তাকে বর্জন করেছে । আর স্থানীয় আওয়ামিলীগ নেতাদের সাথে তারতো আগে থেকেই সর্ম্পক নেই। এবং কেন্দ্রীয় নেতারের সাথেও তার তেমন কোন যোগাযোগ নেই। যার ফলে এটা স্বাভাবিক ভাবিই বলা যায় মহিউদ্দিন চৌধুরী এই নির্বাচনে পরাজায়ের মাধ্যমে আওয়ামিলীগ দল হতে ছিটকে পরল । ১৭তারিখ রাতে মহিউদ্দিন চৌধরী তার পরাজয়ের অবস্থা জেনে তা প্রতিহত করার জন্য যেভাবে চিৎকার করে জয়বাংলা বলে তার সমার্থক দের কে ক্ষেপিয়ে তুলতে চেষ্টা করলেন তাতে তার দুর্বলতাই ফুটে উঠল মাত্র । আর এখনতো মহিউদ্দিন চৌধুরীর একেবারেই এক নির্ভৃত চারি মানুষ হয়ে গেছেন। চট্টগ্রামে আওয়ামিলীগ তাদের কমিটি দিলে সম্ভাবত সেই কমিটিতে মহিউদ্দিন সাহেবের সভাপতির পদ হারান সময়ে ঘটনা মাত্র।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




