নয়া দিল্লি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামের বাড়ির এক রাঁধুনীর মেয়েকে মুম্বাইয়ের একটি পতিতালয় থেকে উদ্ধার করা হয়েছে।
শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
তারা বলেন, এক সন্তানের জননী ওই নারীকে ৩২ হাজার টাকায় বিক্রি করে তার স্বামী।
মেয়েটির মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ার বাড়িতে রাঁধুনীর কাজ করেন।
গত ৩০ সেপ্টেম্বর একটি বাংলা দৈনিকে ‘মুম্বাইয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি নারীরা দেশে ফিরতে পারছে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
এতে বলা হয়, ১০৩ জন বাংলাদেশি নারী মুম্বাইয়ে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার হেফাজতে রয়েছে। বিভিন্ন বাড়ি ও ‘নিষিদ্ধ এলাকা’ থেকে মুম্বাই পুলিশ তাদের আটক করে ওই সংস্থার হেফাজতে রাখে।
ওই নারীদের ফিরিয়ে আনতে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা ৩০ দিনের মধ্যে জানাতে গত ১৫ নভেম্বর নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
বাংলা দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটির ভিত্তিতে এক সাংবাদিকের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালতের ওই নির্দেশ আসে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




