স্লোগানের তালে তালে পিয়াস করিম, আসিফ নজরুল ও মাহমুদুর রহমানকে সাবধান হতে বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দীকী নাজমুল আলম।
শুক্রবারের সমাবেশে বক্তাদের বক্তব্যের ফাঁকে স্লোগানে তিনি বলেন, ‘‘তথাকথিত বুদ্ধিজীবী, যারা রাতের টকশোতে শাহবাগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আমাদের ঐক্য ভাঙার চেষ্টা করে, তারা সাবধান।’’
তিনি বলেন, ‘‘পিয়াস করিম- সাবধান, আসিফ নজরুল- সাবধান, আমার দেশ- সাবধান, মাহমুদুর রহমান-সাবধান’ উল্টাপাল্টা বলিস না, উল্টাপাল্টা লিখিস না, পিঠের চামড়া থাকবে না।’’
একই সঙ্গে তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতেও স্লোগান দেন।
গণমাধ্যমের সবাইকে তাদের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান নাজমুল
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




