তুমি কি আজ সঙ্গী হবে আমার..?
আজ দু'জন মিলে পাড়ি দিবো আকাশ,সমুদ্র,পাহাড়
চড়বে কি আমার মেঘ তরীতে.....?
তারায় মেলায় ভাসবো দু'জন জোছনা রাতে
ভিজবে কি আমার হাতে রেখে হাত.....?
শিশির ভেজা ঘাস পেরিয়ে দেখবো স্বপ্নীল প্রভাত
শুধু তুমি থেকো আমার পাশে....থাকবে তো বলো?
তুমি যে জীবন আমার.....সকল আশার আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




