বরাবরের মত গতকালও ঘুম থেকে দেরী করে উঠলাম। দুপুরের আগ পর্যন্ত টু-টু করে ঘুরাঘুরি করে দুপুরের খাবার খেয়ে মনে হল এইবেলা আনেক কাজ করেছি এবার বুঝি একটু ঘুমানো দরকার। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে আবার বের হলাম। কিন্তু মনে হচ্ছিলো কিছু জিনিস যেন নতুন দেখছি। গত বৃহঃপতিবার গাজীপুরে বড় গার্মেন্টসদের মধ্যে একটি দিগন্ত (যা কিনা আমাদের বসার সামনেই অবস্থিত)-এর বেতন দেওয়া হয়েছে। আর তাই এই শুক্রবার গার্মেন্টসটি বন্ধ ছিলো। প্রতিমাসে একটি দিনই তাদের সম্পুর্ন বন্ধ দেওয়া হয়। তবে কথা সেটা নয়। গতকালের কথায় আসি। রাস্তাদিয়ে হেটে যাওয়ার সময় কেন জানি বার বার আমার কাছে মনেহচ্ছিলো আজ বোধহয় ঈদ। মনের কথা মনে রেখে নিজের মত নিজের হেটে চল্লাম খেলার মাঠের দিকে। ওমা একি কাণ্ড। খেলার মাঠ দেখে বুঝাই যাচ্ছে না কে কোন খেলা খেলছে। মনে হচ্ছে ফুটবল-ক্রিকেট মিলে বুঝি নতুন কোন এক খেলার আবির্ভাব হয়েছে। দুর থেকে একবন্ধু সজোরে চিৎকার করে আমাকে ঢাক দিলো। এগিয়ে গেলাম ওইদিকে। বুঝলাম যে ওরা ক্রিকেট খেলছে। আমি একসাইডে গিয়ে বসলাম। পুরা মাঠের দিকে বার বার নজর দিচ্ছিলাম। মনে হচ্ছিলো সবার মনেই কেমন যাই একসুখের ছুয়া। সবার মুখই হাসিখুসি। কিন্তু কাউকে চিনিনা। ক্ষণিকেই কয়েকজন আমার কাছে এসে বসলো। বুঝতে পারলাম আমাকে ওরা চিনে। আমার জন্য বেনসন সিগারেটও এনে দিলো কিন্তু বুঝতে পারলাম যে ওরা বেনসন নয় বরং আরও কমদামী সিগারেট খায়। আসলে কেন জানি মনে হচ্ছিলো এটাই বুঝি মানবতা, এটাই বুঝি সুখি জীবন। তাদের সাথে কথা বলে আর সবার আনন্দ দেখে নিজেকেও একজন সুখি মানুষ মনে হচ্ছিলো। সবার মনটা কেমন জানি পরিষ্কার। কথায় রয়েছে মাদুর্য্য। কিন্তু আজ আবার সেই ফাকা রাস্তাঘাট। কেমন জানি খালি খালি লাগছে। মনে হচ্ছে কাল না এখানে এতো লোকজন ছিলো।
যাই হোক এবার আসল কথায় আসি।
দিগন্ত সোয়েটার্স লিমিটেড- গাজীপুরের বড় গার্মেন্টসদের মধ্যে একটি। প্রায় ১৮ হাজারেরও বেশী শ্রমিক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এখানে। প্রায় সবারই দেশের বাড়ী আনেক দূরে। তবুও টাকার জন্য ঘর ভাড়া করে নিবৃত্তে কাজ করে যাচ্ছে এখানে। মাসে একদিন ছুটি পায়। মাঝে মাঝে কোন কোন সাপ্তাহের শুক্রবারেও ছুটি পায়, তবে খুব কম বা অল্প সংক্ষক লোক। এই গার্মেন্টসকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান-পাট।
পরিশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশের পোষাক শিল্পের একটি বড় ধরণের অবদান রাখছে এই মানুষগুলো, যাদের যারা এই শিল্পকে কল্পনাই করা যায়না।
(নতুন ব্লগার, ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
--সিয়ন--

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



