
জাহাপনা গেরেট পাবলিক। উনার ভাবসাবই আলাদা। ফরমালিটি না মাইনা চলাই উনার ফরমালিটি। তয় একটা কথা কয়া রাখি, জাহাপনা হিন্দি বুজেনা। হিন্দি গান গুনের পুস্টে মাইনাস দিতেও কাদাচিৎ দেখা যায়।
পোস্টের অবতারনার কারন মেসেঞ্জারে জাহাপনার খামখেয়ালি পূর্ণ আচরন। জাহাপনা যেপনে কয়বার ভিসিবল হইসে গুইনা কয়া দেয়া যায়। এক দুই মিনিটের লাইগা যেই না ভিসিবল হইসে নক করা মাত্রই হাপিস। হাপিস মানে হাপিস, এক দুই মাস কুনু খপরই নাই।
এর চেয়ে আরো ভয়ঙ্কর এবং নিন্দনীয় যে অভ্যাস তা হইল, মাঝে মইধ্যে জাহাপনা দয়া কইরা নকায়। কথা হইতে হইতেসে হঠাৎ হাপিস। হাপিস মানে হাপিস, এক দুই মাস কুনু খপরই নাই। মেসেঞ্জারে কতা বলার কিচু ভদ্রতা আচে। ওগুলারে সদর্পে বুড়ো আঙ্গুল প্রদর্শন কইরা, মেজাজটা চরম খিচড়ায় দিয়া বহুদিনের লাইগা জাহাপনা হাপিস হয়া যান। তেব্র নিন্দনীয়।

জাহাপনারে এরাম জনসম্মুখে পিন মারতে পাইরা যারপরনাই ঐশ্বরীক সুখ অনুভব করতাসি। জাহাপনারে ওপেন থেট মাল্লাম। জানি উনার খামখেয়ালি স্বভাবের কুনু চেঞ্জ হইবনা। তবে আমার লগে ফরমালিটি মেইন্টেইন না করার আগে একবার অবশ্যই চিন্তা করন লাগব।
আরেকটা কথা। কেউ যদি উনার পরিচয় আঁচ কত্তে পারে এবং তা কমেন্ট আকারে প্রকাশ করে তাইলে সাথে সাথে ওই কমেন্ট ডিলিট মারা হইবেক। বেশি তাফালিং মারলে সুলাইমানি বলক মাইরা দিমু। যত যাই হোক জাহাপনা আমার গুরু, আমাগো আন্ডার গ্রাউন্ড গ্যাংস্টা টিমের অঘোষিত (পাতি)নেতা।
শ্যাষম্যাষ একটা একটা উদাহরন দিলাম

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




