শঙ্খ কেন বাজে, আমার সকল কাজের মাঝে
আমি যতই অবহেলে, তারে দেই যে দুরে ঠেলে
ততই সকাল সাঁঝে, সে ডুবছে হিয়ার মাঝে
আমার সকল চেতন জুড়ে, শুধু বলছে বিরাণ সুরে,
শুধতে হবে দেনা, বাকীতে সব কেনা
এখন হৃদয়টাকে ছিঁড়ে, ফেরো ব্যথার নীড়ে
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




