দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা খুব একটা গোলমেলে হয়ে যাচ্ছে দিন দিন। এক এক করে আমি সেগুলো পয়েন্ট করছি
১- বিতর্কিত নারী নীতি প্রয়নয়ন।
২- ডঃ ইউনুস কে অপসারণ
৩- সংবিধানে তত্তাবধায়ক পদ্ধতি বাদ দেওয়া
৪- "সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস ও পূর্ণ আস্থা" এই অংশটি সংবিধান থেকে বাদ দেওয়া।
৫- কনকো ফিলিপস নামক একটি কম্পানির সাথে তেল গ্যাস নিয়ে গোপন চুক্তি করা।
উপরের কারন গুলোতে দেশের বিশেষ বিশেষ মহল উত্তেজিত হবে। বিরোধী দল তত্তাবধায়ক পদ্ধতি নিয়ে আন্দোলনে যাবে। ইসলামি দল গুলো "সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস ও পূর্ণ আস্থা" এই অংশটি সংবিধান থেকে বাদ দেওয়া ও নারী নীতি প্রয়নয়ন নিয়ে মাঠে নামবে। অরাজনৈতিক সংগঠন গুলো কনকো ফিলিপস ইস্যু তে আন্দলন করছে। ইউনুস ইস্যু এখন পুরনো হয়ে গেছে। তারপর মাঠ ও মিডিয়া ভালো ই সরব হয়ে আছে।
আজ একটু আগে দেখলাম আমাদের মাননীয়(!?!) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, তেল গ্যাস জাতীয় কমিটির সাথে নাকি ইসলামি শাসন তন্ত্র আন্দোলনের জগসুত্ত্র আছে। এই আশঙ্খা টা আইখানে ই।
১- এই রাজনৈতিক গোলমেলে ঘোলা পানিতে তথাকথিত দেশপ্রেমিক এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী (!!!!!??????!!!!!!!!!) আওয়ামীলীগ সরকার কি অন্য কনু মাছ শিকার করতে চায় ???
তারা কি প্রমান করতে চায়, এই দেশ অস্থিতিশীল হয়ে গেছে। ইসলামি দল গুলো মাথা চারা দিয়ে উঠেছে।
২-ভারতীয় প্রধান মন্ত্রি বললেন, এই দেশের নাকি ২৫% নাগরিক ইসলামি দল সমর্থন করে। যা এই দেশের পথ পাল্টাতে সক্ষম। তিনি কি বোঝতে চাচ্ছেন?????
৩-একই সাথে এতগুলো ইস্যু তে দেশ অস্থিতিশীল হবে। আর তার কি সুযোগ নিতে চায় ইস্যু সৃষ্টিকারিরা????
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




