মন চায় পক্ষী হইয়া আসমানে ডানা ঝাপটাই
রং-বেরং এর মেঘের কোলে নিজেরে সইপা দেই আর শান্তি খুঁজি...,
জমিনে তো অন্যায়- অবিচার, জুলুম আর খুন হওয়া মানুষের রক্তে ভাইসা যাইতাছে।
পা ফেলোনের জায়গা কই!
এক টুকরা শান্তির আশায় শত সহস্র মাঠ,বন-বাদাড় চইষা বেড়াইয়াও শান্তির কোন দেখা পাইনাই ,
মাইনষে টিটকারি কইরা সামনে আইসা কয়-
কি খুজো তুমি হ্যাঁ???
শান্তি????
শান্তির মায়ে তো বহুকাল আগেই মইরা গেছে!
আর তুমি কিনা এই জমিনে শান্তি খুইজা বেড়াও!
তোমার কি কোনই কাজ কাম নাই মিয়া!!!!
বুঝবার পারলাম, এই জমিনে শান্তি খুঁইজা বেড়ানো এক প্রকারের খুচরা পাপ!!!!!!
আচ্ছা ,
যারা এই খুচরা পাপের পাহাড় গড়াইছে মনের গহীনে,
তারা কি এই পাপের জন্যে আমরণ জমিনের জাহান্নামে পুইড়া মরবো????
নাকি জমিন ছাইড়া আমার মতন আসমানে ডানা ঝাপটায়া নতুন কইরা,
শান্তির খোঁজ করবো?????


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



