মশার কামড়ে জীবন রক্তার্ত,
মনে হয় মশা থেকে দুরে থাকা ব্যার্থ।
সকল ব্লগার ভাইদের মশাময় রাতের শুভেচ্ছা ।সময় পাইনা বলে ব্লগে আসতে পারিনা শুধু লগিন ছাড়া মাঝে মধ্যে উঁকি ঝুকি
মেরে যাই।তো সবাই আছেন কেমন ? আমি ভালো নাই ।
ঘুমোতে গেছুলুম কিন্তু ইদানিং এত মশা যে মশার কামড়ে বিশানা ছাড়তে হলো ব্লগে বসতে হলো।
আগে দেখতাম হেলিকাপ্টার দিয়ে সরকারি ভাবে আকাশ থেকে মশা নিধণের ঔষুধ দেয়া হত আর
সে জন্য তখন মশার উৎপাত কম ছিল। এখন সেরকম কোনও ব্যবস্থা নাই মশার উৎপাতও কমে না।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৫