ডিজেলের মূল্য বৃদ্ধির কারনে যে ধর্মঘট চলছে তা কি জনগনের জন্যে হচ্ছে না ভাড়া সম্বনয় বা বৃদ্ধির উদ্দেশ্যে।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ভারতের কলকাতায় প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৮৯.৭৯ রুপি বা ১০৪ টাকা। ২৬টি স্থল বন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকে, তাও বিবেচনার বিষয়। আর পাচারের আশঙ্কা তো আছেই।।
আমার জিজ্ঞাসা পাচার রোধ করার জন্যে ১৬ কোটি জনগনের পকেট কেন কাটতে হবে, আপনাদের দায়িত্বটা কি? তারপরও আপনারা জনগনের সরকার।
জনভোগান্তির কথা বিবেচনা করে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের আহ্বাবান জানিয়েছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আমার খুব জানতে ইচ্ছে করে এই ভোগান্তির কথা কি একবারও মনে করেছে মাননীয় মন্ত্রী মহদয় ডিজেলের মূল্য বৃদ্ধির সিন্ধান্ত নেবার পূর্বে? মাননীয় জন-দরদী মন্ত্রী।
তারপরও চেতনার স্বার্থে আমরা নিশ্চুপ সব সয়ে যাচ্ছি - এই যেন চেতনার বশিকরন মন্ত্র।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




