কতো সন্ধায় চোখের জলে সূর্য ডুবে গেছে
কোটি কোটি নক্ষত্রের ফ্যাকাশে আলোয় হেটেছি অনেক
অচেনা অনেক পথ
ঘুনধরা স্বপ্নেরা নোনাজলে হাবুডুবু খায়
লুকোচুরি খেলে বিগত শ্রাবনের ছোপ ছোপ মেঘ
যখন কোন গন্তব্য থাকে না তখন প্রতিটি গলিই আপন
বারবার রাশ টেনে ধরে শৈশবের শেখানো মায়া
সংসার নয়,টুকটুকে বউ কিংবা আবোল তাবোল বাচ্চা নয়
গহবাসী পূ্র্বপুরুষের প্রবাহিত রক্তকনার ঢেঊ
থামিয়ে দিতে চায় আমার দুঃসাহসী যাত্রা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




