নগরের বাতাসে বাতাসে রটে গেছে খুব আজ
বহুল প্রচারিত দৈনিকে তুমি নাকি খুজে বেড়াও
সুপাত্র মানে 'আকষনীয় বেতনের পাঁচ ফিট চার মেদবহুল
মাল্টিন্যাশনাল ছাগল'
পিতাকেও বানিয়েছ দালাল
হায়, আফসোস হয়,তোমাকে ভালবাসার অপরাধে কতো তুমুল
ছেলেকে তাড়ালেন
সেই ভাবগম্ভীর ভদ্রলোক ডাকছেন, 'আসেন, আসেন-আমার এক
শিক্ষিতা সুন্দরী কন্যা আছে, বেশি বেতনের লোকেরা আসেন,আগে
আসলে আগে পাবেন'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




