জীবন অসর্ম্পূণ : তুমি ছাড়া
আজিজুল হক
আমি আমার অস্তিত্বের মাঝে
বিচরণশীল সর্বদা
মৃত-সুপ্ত।
তোমার প্রাণের স্পর্শে যেই সজাগ হয়েছি
আজ অবধি তোমার স্পর্শেই-
সঞ্চরণ শীল।
ইদাণিং তুমি আমার হয়ে কথা কওনা......
ডাটা ক্যবল, ব্লু-টুথ, ইনফ্রা-রেড
সবগুলো ডিভাইস স্লো হয়ে গেছে।
বোধহয় একদিন আমি
ঠিকই ডিসকানেক্টেড হয়ে যাব।
তুমি চাইলে লাল বৃন্ত মেলার আগেই
ফুল ঝরে যাবে
নিঃশব্দে।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




