আমার মৌনতাই আমার স্বাধীনতা
আজিজুল হক
আমি শান্ত বলাকাদের আর্তণাদ শুনেছি
চৌদ্দটি পায়ের ক্ষতে
রক্ত ক্ষরণ দেখেছি।
আচ্ছা ওরা এতদিন বন্দী ছিল ?
বন্দীদশা থেকে মুক্তি দিতেই কি
..................ভাঙচুর।
আসলে কতক প্রেতাত্নারা মুখোশের আড়ালে
এসেছিল আমাদের শান্তির প্রতীকে
কলঙ্ক ছোঁয়াতে।
এত শীঘ্র কোটি বলাকায় আকাশ ছেয়ে যাবে
ওরা জানতোনা,
ওরা জানতোনা-
বিক্ষুব্ধ জনতারা ঢাকার রাস্তায় প্রতিবাদ মূখর হবে।
আমি খুব কাছে গিয়ে স্থির শান্ত উডুক্কু
বলাকাদের স্বাধীনতা দেখেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




