ভোট আমার মৌলিক নাগরিক অধিকার
আমি একজন সচেতন নাগরিক সেটা প্রমাণ করতে হবে। আমার ভবিষ্যত আমাকেই গড়ে নিতে হবে।
দীর্ঘ নয় মাস + ৩০ হাজার শহীদ + অগণিত নারীর সম্ভ্রম + অপরিমিত সম্পদের লুন্ঠণ+ অনেক লাঞ্ছনা বঞ্ছনা + অনেক দিনের পরাধীনতার যন্ত্রণা = স্বাধীনতা। আজ আমরা স্বাধীন বটে : পাকিস্থান হতে। একটি স্বাধীনতা কাটিয়ে উঠেছি সেই একাত্তরে। কিন্তু সেদিনের মুক্তি কামী জনতারা শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতার জন্যই জীবন দেননি। তার সাথে সংশ্লিষ্ট ছিল অর্থনৈতিক স্বাধীনতা। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সর্ব ক্ষেত্রে স্বাধীনতা। আমরা যা আজো পাইনি। অধিকার কেউ কাউকে এমনি এমনিতে দেয়না সেটা আদায় করে নিতে হয়।
এই বিজয়ের মাসে আমাদের আরও একটি বিজয় ছিনিয়ে আনতে হবে। সেটা নির্বাচনী বিজয়। এবারের নির্বাচনে যাতে জনগনের জয় হয়। সে কথা জানাতেই বাংলার কোটি কোটি জনতার কাছে আমার প্রাণের দাবী। কতিপয় নিদৃষ্টদের জয় দিয়ে নিজেদের বৃত্ত বন্দী করবেন না। আমরা স্বাধীনচেতা জাতী। আমরা বিশ্বের দরবারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই।
একটা কথা ভুলবেন না ফল আমাদের হাতে। এমন কাউকে নির্বাচিত করুন যিনি আপনার কাছে তার জবাবদিহিতা নিশ্চিত করবে।
গুটি কতক রাজনীতিবিদ দের হাতে আমাদের ভাগ্য বন্দী হয়ে থাকতে পারেনা। আমাদের ভবিষ্যত আমাদেরই গড়তে হবে। আমাদের প্রতিনিধিরা সংসদ বয়কট করবেনা। ধ্বংশাত্নক রাজনীতি পরিহার নিশ্চিত করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




