জীব ও জড়
আজিজুল হক
একজন মানুষ কখন মরে যায়?
চরম মিথ্যাকে যখন সে
একমাত্র পথ বলে মেনে নেয়।
আমিতো রোজ রোজ মিথ্যা বলি
তবে কি আমিও জীবন্ত নই?
আসলে মিথ্যা বলা Ñ আর মিথ্যাকে অবলম্বন করা
দুই ভিন্ন জিনিষ।
যারা উভচর তারাই বোঝে
জল আর ডাঙ্গার সঠিক তফাৎ
মানুষ সবচেয়ে উৎকৃষ্ট উভচর প্রাণী
কারণ, সে সবচেয়ে বেশি
সত্য-মিথ্যার মিশ্রণ ঘটায়।
সত্যের রং সাদা হলে, মিথ্যা কালো
সাদা কালো চিরদিন দাবার ছকের মত।
আমরা প্রতিদিন পতিটি গলিতে
ভেজালের জাল পেতে রাখি
তবু পৃথিবী আজো সাদা আছে
তথাপি তোমার কাছে কালো মনে হলে
বরং তুমি তোমার চোখের উপরের তকমা টা
একটু সরাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




