নির্বাচনী হাওয়া খুব শরগরম ছিলনা খুব-
অথচ ফলাফলটা শরগরম করে দেয়ার মতই।
বোঝা গেল ভোটাররা উদ্দীপ্ত ছিল আপন মনে।
আমাদের সেই সপ্তাহটা ছিল
জীবনের সেরা সময়।
মতিঝিলের কোন একটা বাড়ীর তেতলায়
দুই বেডে তিন জন
গল্পে গল্পে ভোর।
দুজনের কাজ "বার হতে চার"
শুধু ফোনে আড্ডা মারা
বাকি জনের শুধু শুনে যাওয়া কথার আগু-পিছু
ভাল মন্দের সমালোচনা করা।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




