খুব ভাল খবর বলতেই হয় কারন যে ব্যক্তি কিছুদিন আগে বিএসএফ এর গুলিতে ৬ কাশ্মীরি মুসলমান নামাজরত অবস্থায় শহিদ করার পর তিনি বলেছিলেন,
কুকুর মরলে কষ্ট লাগে মুসলমান মরলে নয়!
আমার খুব অবাক লাগে এই কোন মুসলমানেরা তার সমাবেশে গিয়ে এ জীবন ধন্য করেছে; যার হাতে এখনো গুজরাটের ১০,০০০ মুসলমানের বলিদানের রক্তের তাজা লেগে আছে !
একেই বলে রাজনীতি, ধর্মের শুদ্ধিকরনের একদিকে মুসলমানের নিধন করো আবার সেই মুসলমানদের
নিয়ে মঞ্চে দাঁড়িয়ে শুভ্র শুশ্রমন্ডিত গালভরা হাসি দিয়ে সংখ্যালঘুদের হৃদয় জয়ের নাটক। বাহ!
শেষটা করছি ভারতীয় মুসলমান ভাইদের জন্য আল কুরআনের একটি আয়াত দিয়ে,
“হে মুমিনগণ ! তোমাদের আপনজন ব্যতীত অন্য কাউকেও অনরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করিও না৷ তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না ; যা তোমাদের বিপন্ন করে তাই তারা কামনা করে ৷ তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাদের হৃদয় যা গোপন রাখে তা আরো গুরুতর ৷ তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি, যদি তোমরা অনুধাবন কর ৷” (৩;১১৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



